সিডনি: ফের বিতর্কে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। তাঁর বিরুদ্ধে ড্রেসিংরুমে এক মহিলা ম্যাসিওরের সামনে ইচ্ছাকৃতভাবে নগ্ন হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ওই মহিলা গেইলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার একটি আদালতে বয়ানও দিয়েছেন। গেইল অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যম তাঁর ভাবমূর্তির ক্ষতি করার জন্য চক্রান্ত করছে। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলাও করছেন গেইল। তাঁর সতীর্থ ডোয়েন স্মিথেরও দাবি, তিনিও সেই সময় ড্রেসিংরুমে ছিলেন। যে অভিযোগ করা হচ্ছে, সেরকম কোনও ঘটনা ঘটেনি।
লিনি রাসেল নামে ওই মহিলার অভিযোগ, ২০১৫ সালের বিশ্বকাপে তিনি ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যাসিওর হিসেবে কাজ করছিলেন। সিডনিতে একদিন তিনি তোয়ালে নিতে ড্রেসিংরুমে যান। সেই সময় গেইল সেখানে ছিলেন। তিনি প্রশ্ন করেন, ‘কী খুঁজছো?’ ওই মহিলা বলেন, ‘তোয়ালে।’ সে কথা শুনেই গেইল নিজের তোয়ালে খুলে নগ্ন হয়ে যান। এরপরেই ড্রেসিংরুম থেকে ছুটে পালিয়ে যান লিনি। তাঁর দাবি, ওয়েস্ট ইন্ডিজের ফিজিওথেরাপিস্টকে এই ঘটনার কথা জানিয়ে শিশুর মতো কেঁদে ফেলেন তিনি। স্মিথের বিরুদ্ধেও আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগ করেছেন লিনি। স্মিথ এই অভিযোগ স্বীকারও করেছেন।
গেইলের বিরুদ্ধে এর আগেও একাধিকবার অভব্য আচরণের অভিযোগ উঠেছে। অস্ট্রেলিয়ায় মাঠেই এক মহিলা উপস্থাপককে মদ্যপান করতে যাওয়ার প্রস্তাব দেন এই ক্রিকেটার। এবার তাঁর বিরুদ্ধে নয়া অভিযোগ উঠল।
গেইলের অভব্য আচরণে কেঁদে ফেলেছিলেন, আদালতে জানালেন মহিলা ম্যাসিওর
Web Desk, ABP Ananda
Updated at:
25 Oct 2017 05:25 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -