কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ের সময় লং অনে ফিল্ডিং করছিলেন চেন্নাইয়ের রবীন্দ্র জাদেজা। তাঁর কাছে এসে পড়ে গ্যালারি থেকে ছুঁড়ে দেওয়া চপ্পল। কলকাতার ইনিংসের অষ্টম ওভার চলাকালে এই ঘটনা ঘটে।
তামিঝাগা ভাঝুরিমাই কাচ্চি (টিভিকে) এবং তামিল পরিচালকদের চালু করা একটি নয়া মঞ্চ আইপিএল বয়কটের ডাক দিয়েছে। ওই সংগঠনগুলির অভিযোগ, রাজ্যে কাবেরী সংক্রান্ত প্রতিবাদ থেকে নজর ঘোরাতেই এই খেলার আয়োজন করা হচ্ছে।
গতকাল ম্যাচের আগেই বিভিন্ন তামিলপন্থী সংগঠনের কয়েশ বিক্ষোভকারী চেন্নাইতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এর ফলে শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ বিক্ষোভকারীদের তাড়া করে। নাম তামিঝার নেতা তথা চলচ্চিত্র ব্যক্তিত্ব সীমান ও পরিচালক ভারতিরাজা সহ কয়েকশ বিক্ষোভকারীকে পুলিশ আটক করে।
এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে স্টেডিয়ামে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। মোতায়েন করা হয় ৪০০০ পুলিশ কর্মী।
কাবেরী ম্যানেজমেন্ট বোর্ড গঠনের দাবিতে বিগত কয়েকদিন ধরেই তামিলনাড়ুতে আন্দোলন চলছে।