কাউন্টি গ্রাউন্ড: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ৮ রানে ভারতীয় মহিলা ক্রিকেট দল হারিয়ে দিল ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলকে। তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাল হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানারা।
এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ১৪৮ রান তুলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৮ উইকেট হারিয়ে ১৪০ রানই বোর্ডে তুলতে সক্ষম হয়। ব্যাটে- বলে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন দীপ্তি শর্মা।
মূলত বোলিংয়ে পুণম যাদব ও স্নেহ রানার দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যেই জয় হাসিল করে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দল। এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ওপেনিংয়ে ব্য়াট হাতে স্মৃতি মন্ধানা ও শেফালি ভার্মা শুরু করেন প্রথম থেকে। স্মৃতি ২০ রান করে আউট হয়ে গেলেও শেফালি ছিলেন নিজের দুরন্ত ফর্মে। গত কয়েক মাস ধরেই ধারাবাহিক ভাল খেলে আসছেন শেফালি। এদিনও ঠিক সেই ফর্মই বজায় রেখে ব্যাট করতে নেমেছিলেন শেফালি। এদিন ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৪৮ রান করেন শেফালি। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ২টো বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে ২৫ বলে ৩১ রান করেন। দ্বীপ্তি শর্মা শেষের দিকে লোয়ার অর্ডারে নেম ২৭ বলে ২৪ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড শুরুতেই ড্যানিয়েল ওয়াটের উইকেট হারায়। তবে আরেক ওপেনার ট্যামি ব্যুমন্ট অর্ধশতরানের ইনিংস খেলেন। ৫০ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। ক্যাপ্টেন হেদার নাইট ৩০ রান করে আউট হন। এছাড়া ইংল্যান্ড দলের কেউই সেভাবে বড় রান করতে পারেননি। ভারতীয় বোলারদের মধ্যে ২ উইকেট পান পুণম পাণ্ডে। একটি করে উইকেট পান দীপ্তি ও অরুন্ধতি।
১৪ জুলাই সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে ২ দল। সেই ম্যাচে যে জিতবে, তাঁরাই সিরিজে চ্যাম্পিয়ন হবে।