মুম্বই:ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচে ভারতের অধিনায়ক বিরাট কোহলির চার নম্বরে ব্যাটিং করতে নামার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেন। এই ম্যাচে রোহিত শর্মা, শিখর ধবন ও কে এল রাহুলকে একসঙ্গে প্রথম একাদশে রাখতে কোহলি ব্যাটিং অর্ডারে তাঁর পছন্দের তিন নম্বর জায়গা বদল করে চার নম্বরে নামেন। ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে ভারত। ইনিংসের ওপেন করেন রোহিত ও শিখর। তিন নম্বরে রাহুল। চার নম্বরে ব্যাট করতে নামেন কোহলি। যদিও এই সিদ্ধান্ত ফলপ্রসু হয়নি। টপ অর্ডারের চার ব্যাটসম্যান ৩১.২ ওভারে ১৫৬ রানের মধ্যেই প্যাভিলিয়নে ফিরে যান। একমাত্র শিখরও হাফসেঞ্চুরির গণ্ডি পার হন। কোহলি ১৬ রান করে আউট হন।
সিদ্ধান্তের সমালোচনা করে ধারাভাষ্য দিতে গিয়ে হেডেন বলেছেন, ভারতীয় দলে রয়েছেন কোহলির মতো ব্যাটসম্যান, যিনি ২৩০ টার মতো একদিনের ম্যাচ খেলেছেন। এরমধ্যে ১৮০ টার মতো ম্যাচে তিনি তিন নম্বরে ব্যাটিং করেছেন। এই পজিশনে ব্যাট করতে নেমে প্রায় দশ হাজার রান করেছেন। তাহলে এ বিষয়ে কোনও রকম বিতর্কের অবকাশ কোথায়?কোহলির তিন নম্বরেই ব্যাট করা উচিত।
হেডেন আরও বলেছেন, কঠিন সিদ্ধান্ত নিতেই হবে। ওই তিনজনের মধ্যে কাউকে বাইরে রাখতে হবে। ফর্ম থাকবে, চোটও থাকবে এবং অন্য কেউ সুযোগ পাবে।
একদিনের ক্রিকেটে আইসিসি ক্রমতালিকায় এক নম্বর ব্যাটসম্যান কোহলি তিন নম্বরে ৬৩.৪ গড়ে রান করেছেন। চার নম্বরে ওই গড় অনেকটাই কম-৫৬.৫। ওয়াংখেড়ে সহ চার নম্বরে শেষ সাত ইনিংসে রান রান ৯,৪, অপরাজিত ৩, ১১, ১২, ৭ ও ১৬।
ম্যাচের আগে কোহলি বলেছিলেন, নিজের ব্যাটিং পজিশন তিনি আঁকড়ে রাখার পক্ষপাতী নন। পরিস্থিতি অনুসারে, ব্যাটিং পজিশনের হেরফের করতে তিনি প্রস্তুত।
কোহলি আরও বলেন, দলে ফর্মে থাকা খেলোয়াড় থাকা খুবই ভালো। সবাই সেরা প্লেয়ারদেরই খেলাতে চায়। এরপর ঠিক করতে হয়, দলের কম্বিনেশন কেমন হবে। ওদের তিন জনেরই (রোহিত, শিখর ও রাহুল) খেলার সম্ভাবনা রয়েছে।
চার নম্বরে কোহলির ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন হেডেনের, বললেন, ওর তিন নম্বরেই খেলা উচিত
ABP Ananda web desk
Updated at:
14 Jan 2020 05:55 PM (IST)
ওয়াংখেড়ে স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচে ভারতের অধিনায়ক বিরাট কোহলির চার নম্বরে ব্যাটিং করতে নামার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন অজি ওপেনার ম্যাথু হেডেন। এই ম্যাচে রোহিত শর্মা, শিখর ধবন ও কে এল রাহুলকে একসঙ্গে প্রথম একাদশে রাখতে কোহলি ব্যাটিং অর্ডারে তাঁর পছন্দের তিন নম্বর জায়গা বদল করে চার নম্বরে নামেন।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -