মেলবোর্ন: পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছে ইংল্যান্ড। আর এই জয়ের সঙ্গে সঙ্গেই নতুন নজির গড়লেন ইংল্যান্ড অধিনায়ক ম্যাথু মট। বিশ্ব ক্রিকেটে একমাত্র কোচ যিনি একই বছরে ২টো বিশ্বকাপ জিতলেন কোচ হিসেবে। তাও আবার একটি মহিলা দলের কোচ হিসেবে ও একটি পুরুষ দলের কোচ হিসেবে। 


নজির ম্যাথু মটের


অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ম্যাথু মট। বর্তমানে যদিও ভীষণ চর্চিত একজন কোচ ক্রিকেট বিশ্বে। চলতি বছরের শুরুতেই ম্যাথু মটের কোচিংয়ে কোচিংয়েই ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া মহিলা দল। এবার সেই মটের কোচিংয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় ছিনিয়ে নিল ইংল্য়ান্ড। ২০১৫ সালে অস্ট্রেলিয়া মহিলা দলের কোচ হিসেবে নিযুক্ত হওয়ার পর সাত বছর অ্যালিসা হিলিদের কোচ ছিলেন তিনি। এরপর এবার ওয়ান ডে বিশ্বকাপ জেতানোর পরই মহিলা দলের কোচিংয়ের দায়িত্ব ছেড়ে দেন ভিক্টোরিয়ার জার্সিতে খেলা প্রাক্তন এই ওপেনার। এরপর ইংল্য়ান্ডের কোচ হন তিনি। দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই ব্রিটিশদের চ্যাম্পিয়ন করলেন ম্যাথু মট। 


বাবরের আফসোস


অল্প রানের পুঁজি নিয়েও কিন্তু পাকিস্তান লড়াই করেছে ম্যাচে। তবে এক ঘটনাই ম্যাচের রঙ বদলে দিল, আফসোস পাকিস্তান অধিনায়ক বাবর আজমের (Babar Azam)। ম্যাচ হেরে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, 'বোলাররা মাঝের ওভারগুলিতে তো ভালই বল করেছে। শাহিন আফ্রিদির (Shaheen Afridi) চোটটাই শেষমেশ আমাদের ম্যাচ হারিয়ে দিল। ওঁ থাকলে ম্যাচের ফলাফলটা ভিন্ন হতেই পারত। আমি ভীষণই হতাশ। তবে বোলাররা তাঁদের তরফে নিজেদের সবটা উজাড় করে দিয়ে দারুণ লড়াই করেছেন।' 


ম্যাচের ১৩তম ওভারে হ্যারি ব্রুকের ক্যাচ ধরতে গিয়ে চোট পান শাহিন। লং অফ থেকে ছুটে এসে ব্রুকের ক্যাচ ধরার সময় মাটির সঙ্গে শাহিনের হাঁটু বেশ জোরে ধাক্কা খায়। এমনিতেই বিশ্বকাপের আগে চোট সমস্যায় ভুগছিলেন শাহিন। বিশ্বকাপেই সদ্য চোট সারিয়ে মাঠে ফেরেন তিনি। এই ঘটনায় ফের একবার আহত হন পাকিস্তানের তারকা বোলার। মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরে যদিও আবার মাঠে ফেরেন শাহিন। ১৬তম ওভার করার জন্য বলও হাতে তুলে নেন তিনি। তবে ওভারের প্রথম বল করার পর আর বল করতে পারেননি শাহিন।