সিডনি: জাতীয় দলের সতীর্থ ম্যাথু ওয়েডের উদ্দেশে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের জরিমানা হল। আজ অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, ম্যাক্সওয়েলের এই ধরনের মন্তব্যে দলের সবাই হতাশ। তিনি নিজে এবং বাকিরা প্রত্যেকে ম্যাক্সওয়েলের সঙ্গে কথা বলেছেন। এরপরেই তাঁর জরিমানা করা হয়েছে।


রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচের দলে ফিরেছেন ম্যাক্সওয়েল। কিন্তু সেই ম্যাচের আগেই বিতর্কে জড়ালেন তিনি।

স্মিথ বলেছেন, তাঁরা সবসময় সতীর্থ, বিপক্ষ, দর্শক এবং সংবাদমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু ম্যাক্সওয়েলের আচরণ সেরকম ছিল না। তিনি ওয়েডকে অপমান করেছেন। সেই কারণেই ম্যাক্সওয়েলের জরিমানা করা হয়েছে। তিনি নিজেও এই ঘটনায় হতাশ। দলের সবাই এখন এই বিতর্ক ঝেড়ে ফেলে রবিবারের ম্যাচে ভাল পারফরম্যান্স দেখানোর জন্য তৈরি হচ্ছেন।