চলতি টেস্টের প্রথম দিন ফিল্ডিং করার সময় ডান কাঁধে চোট পান বিরাট। তিনি যে অঞ্চলে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন, আজ সেখানেই ফিল্ডিং করছিলেন ম্যাক্সওয়েল। ভারতীয় ইনিংসের ৮১-তম ওভারে প্যাট কামিন্সের বলে মিড অনে দুরন্ত ফ্লিক করেন চেতেশ্বর পূজারা। অনেকটা ছুটে গিয়ে ডাইভ দিয়ে বাউন্ডারি বাঁচিয়ে ম্যাক্সওয়েল। এরপরেই তিনি বিরাটকে ব্যঙ্গ করেন। বিরাটের চোট নিয়ে ব্যঙ্গ ম্যাক্সওয়েলের
Web Desk, ABP Ananda | 18 Mar 2017 04:10 PM (IST)
রাঁচি: ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুটি টেস্টে কম বিতর্ক হয়নি। তৃতীয় টেস্টের প্রথম দু দিন ব্যাট-বলের লড়াইয়ের বাইরে কিছু না হওয়ায় আশা করা হয়েছিল, অন্তত এই টেস্টে আর কোনও বিতর্ক হবে না। কিন্তু তৃতীয় দিনেই সেই আশায় জল ঢেলে দিলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। প্রথম ইনিংসে শতরান করে সবার প্রশংসা আদায় করে নেওয়া ম্যাক্সওয়েল এমন আচরণ করলেন, যা মোটেই ক্রীড়াসুলভ নয়। বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করার সময় ভারতের অধিনায়ক বিরাট কোহলির চোট নিয়ে ব্যঙ্গ করলেন ম্যাক্সওয়েল।