বেঙ্গালুরু: প্রথম টি-২০ ম্যাচে হারের পর সিরিজের দ্বিতীয় ম্যাচেও হেরে গেল ভারতীয় দল। গ্লেন ম্যাক্সওয়েলের দাপটে সিরিজ ২-০ জিতে নিল অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল ৫৫ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন। তিনি একাই ভারতকে হারিয়ে দিলেন। সাত উইকেটে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া।

আজ টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে অধিনায়ক বিরাট কোহলি, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ও লোকেশ রাহুলের ঝোড়ো ইনিংসের সুবাদে ৪ উইকেটে ১৯০ রান করে ভারত। বিরাট ৩৮ বলে ৬টি ছক্কা ও দু’টি বাউন্ডারির সাহায্যে ৭২ রানে অপরাজিত থাকেন। ধোনি ২৩ বলে তিনটি ছক্কা ও তিনটি বাউন্ডারির সাহায্যে করেন ৪০ রান। ওপেনার লোকেশ রাহুল ২৬ বলে ৪৭ রান করেন। তাঁর ইনিংসে ছিল চারটি ছক্কা ও তিনটি বাউন্ডারি। অপর ওপেনার শিখর ধবন ১৪ রান করে বিতর্কিত সিদ্ধান্তে আউট হন। জেসন বেহরনডর্ফের বলে ডিপ কভারে ধবনের ক্যাচ ধরেন মার্কাস স্টোইনিস। টেলিভিশন রিপ্লেতে দেখে মনে হয়েছে, স্টোইনিস ক্যাচ ধরার আগে বলটি মাটিতে পড়ে গিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তৃতীয় আম্পায়ার আউট দেন। ঋষভ পন্থ মাত্র এক রান করেন। দীনেশ কার্তিক তিন বলে দু’টি বাউন্ডারির সাহায্যে আট রান করে অপরাজিত থাকেন।

১৯১ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই স্টোইনিসের (৭) উইকেট হারায় অস্ট্রেলিয়া। অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চও (৮) দ্রুত ফিরে যান। এরপরেই তাণ্ডব শুরু করেন ম্যাক্সওয়েল। তিনি সাতটি বাউন্ডারি ও ৯টি ছক্কা মারেন। ডি আর্সি শর্ট ৪০ রান করেন। হ্যান্ডসকম্ব ২০ রানে অপরাজিত থাকেন।