নয়াদিল্লি: আসন্ন আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করা হয়েছে প্রীতি জিন্টার দলের পক্ষ থেকে।
গত মরসুমের মাঝপথে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের বদলে কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক নির্বাচিত হন মুরলী বিজয়। তবে তাতেও দলের পারফরম্যান্সের কোনও উন্নতি হয়নি। নবম আইপিএল-এ সবার নীচে ছিল পঞ্জাব। ম্যাক্সওয়েলও গত দুটি আইপিএল-এ মোটেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। ২২ ম্যাচে তাঁর রান ৩২৪। তাই ইয়ন মর্গ্যান, ড্যারেন স্যামিদের মতো আন্তর্জাতিক ক্রিকেটে সফল অধিনায়কদের বদলে ম্যাক্সওয়েলকে অধিনায়ক নির্বাচিত করা বিস্ময়জনক।
কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক ম্যাক্সওয়েল
Web Desk, ABP Ananda
Updated at:
10 Mar 2017 06:32 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -