লন্ডন: এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে সাফল্য এনে দিতে গেলে গ্লেন ম্যাক্সওয়েলের অলরাউন্ড পারফরম্যান্স করা প্রয়োজন। এমনই মনে করছেন সহ-অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেছেন, ‘গত দু’মাস ধরে ও (ম্যাক্সওয়েল) আমাদের ম্যাচ জেতাচ্ছে। ও দুর্দান্ত ব্যাটিং করছে। পাশাপাশি ওকে দিয়ে ১০ ওভার বলও করানো যায়। এছাড়া ও রান আউট করছে এবং ক্যাচ নিচ্ছে। ও তিনটি বিভাগেই দক্ষতার পরিচয় দিচ্ছে। কঠিন পরিস্থিতিতে ও সবসময় ভাল খেলে। ও এখন ভাল ফর্মে আছে।’

বিশ্বকাপের আগে ভারত সফরে বিরাট কোহলির দলের বিরুদ্ধে এবং সংযুক্ত আরব আমিরশাহীতে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। এর মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে জয় ৫-০। এই দু’টি সিরিজ জয়ে বড় ভূমিকা ছিল ম্যাক্সওয়েলের। তিনি পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে তিনটি অর্ধশতরান করেন। আইপিএল-এ না খেলে ইংল্যান্ডের কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলে নিজেকে তৈরি করেছেন ম্যাক্সওয়েল। ফলে তাঁর কাছ থেকে বিশ্বকাপে ভাল পারফরম্যান্স আশা করছে দল।

১ জুন ব্রিস্টলে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করছে গতবারের চ্যাম্পিয়নরা। কামিন্সের দাবি, এক বছর বা ৬ মাস আগে অস্ট্রেলিয়া দল যে জায়গায় ছিল, তার চেয়ে এখন অনেক উন্নতি হয়েছে। দলের সবাই আত্মবিশ্বাসী। ভাল ফলের আশাই করছেন তাঁরা।