ট্রেন্ডিং

ডু অর ডাই ম্য়াচ পন্থদের, সম্মানরক্ষার লড়াই হায়দরাবাদের, আজ কখন, কোথায় দেখবেন এই মহারণ?

ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা, লখনউ ম্য়াচে অভিনব উদ্যোগ গুজরাত টাইটান্সের

'ও ভীষণ কেয়ারিং', প্রেমের গুঞ্জনের মধ্যেই চাহালকে দরাজ সার্টিফিকেট মাহভাশের

১৩ ম্যাচ পরে নতুন তারকা, আইপিএল মরশুমের শেষবেলায় মিস্ট্রি স্পিনারকে দলে নিল কেকেআর

এক জয়েই আইপিএলের প্লে-অফে পৌঁছে গেল তিন দল, কারা পৌঁছল প্রথম চারে?
ফের কোভিড আতঙ্ক! আইপিএল খেলতে এসে করোনা আক্রান্ত ট্র্যাভিস হেড, নিশ্চিত করলেন SRH কোচ ভেত্তোরি
রাহুল, পাণ্ড্যর বদলি ময়ঙ্ক অগ্রবাল, বিজয় শঙ্কর
Continues below advertisement

নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের বাকি দু’টি ম্যাচের জন্য লোকেশ রাহুল ও হার্দিক পাণ্ড্যর বদলি হিসেবে ময়ঙ্ক অগ্রবাল ও বিজয় শঙ্করের নাম ঘোষণা করা হল। বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, যত দ্রুত সম্ভব দলের সঙ্গে যোগ দেবেন ময়ঙ্ক ও বিজয়।
‘কফি উইথ কর্ণ’-এ আপত্তিকর মন্তব্যের জেরে শনিবার প্রথম একদিনের ম্যাচে খেলানো হয়নি রাহুল ও পাণ্ড্যকে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের নির্বাসিত করার কথা জানিয়েছে বিসিসিআই। এই দুই ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে কপাল খুলে গেল ময়ঙ্ক ও বিজয়ের। এই প্রথম সংক্ষিপ্ত ওভারের ফর্ম্যাটের দলে সুযোগ পেলেন ময়ঙ্ক। বিজয় অবশ্য এর আগে পাঁচটি টি-২০ ম্যাচ খেলেছেন।
Continues below advertisement
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে