হ্যামিলটন: নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে ভারতের তিনদিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়ে গেল। আজ ম্যাচের শেষদিন ভারত ৪ উইকেটে ২৫২ রান করার পর খেলা শেষ হয়ে যায়। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে ভাল অনুশীলন সেরে নিলেন ভারতীয় ব্যাটসম্যানরা। এদিন ৮১ রান করে অবসৃত হন ওপেনার ময়ঙ্ক অগ্রবাল। ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থও। তিনি ৬৫ বলে চারটি ছক্কা ও চারটি ছক্কার সাহায্যে ৭০ রান করেন। গতকাল দ্বিতীয় দিনের শেষে ময়ঙ্কের সঙ্গে অপরাজিত থাকা ওপেনার শ্রেয়স আয়ার ৩৯ রান করে আউট হয়ে যান। শুভমান গিল (৮) রান পাননি। ঋদ্ধিমান সাহা ৩০ ও রবিচন্দ্রন অশ্বিন ১৬ রান করে অপরাজিত থাকেন।
এই ম্যাচের প্রথম ইনিংসে ভারতীয় দল ২৬৩ রানে অলআউট হয়ে যায়। হনুমা বিহারী ১০১ ও চেতেশ্বর পূজারা ৯৩ রান করেন। আর কোনও ব্যাটসম্যান বড় রান পাননি। এরপর মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহদের দাপটে নিউজিল্যান্ড একাদশ ২৩৫ রানে অলআউট হয়ে যায়। শামি তিনটি এবং বুমরাহ, উমেশ যাদব ও নবদীপ সাইনি দু’টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে অবশ্য বল করার সুযোগ পেলেন না শামিরা। আগামী শুক্রবার থেকে শুরু প্রথম টেস্ট ম্যাচ। সেই ম্যাচেও বোলারদের কাছ থেকে ভাল পারফরম্যান্সের আশা করছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।