নয়াদিল্লি: ইংল্যান্ডের ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেনের ব্যাটিং দক্ষতায় মুগ্ধ ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তিনি মজার ছলে বলেছেন, ‘দারুণ দক্ষতা বন্ধু। আমরা তোমাকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে কাউন্টার অ্যাটাকিং ব্যাটসম্যান হিসেবে নিতে পারি।’


শুক্রবার ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেন টটেনহ্যাম হটস্পারের তারকা ফুটবলার কেন। সেই ভিডিওতে দেখা যায়, সতীর্থদের বলে ব্যাটিং করছেন এই ফুটবলার। প্রথম কয়েকটি বলে ভালই শট খেলেন তিনি। তবে একটি কভার ড্রাইভ ডেলে আলির হাতে চলে যায়। যদিও তিনি ক্যাচ মিস করেন। শেষপর্যন্ত অবশ্য বোল্ড হয়ে যান কেন।

এই ভিডিওর সঙ্গে বিরাটের উদ্দেশে ইংল্যান্ডের অধিনায়ক লেখেন, ‘মনে হচ্ছে ম্যাচ জেতানো টি-২০ ইনিংস খেললাম। আইপিএল-এ পরের মরসুমে আরসিবি-তে কোনও সুযোগ আছে?’ মজার ছলে এই ট্যুইটেরই জবাব দিলেন বিরাট। আরসিবি-র ট্যুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, ‘তোমাকে ১০ নম্বর জার্সি দিলে চলবে হ্যারি কেন?’

২৭ বছর বয়সি কেন বর্তমানে ইংল্যান্ডের অন্যতম সেরা ফুটবলার। তিনি ২০০৯ থেকে টটেনহ্যামের হয়ে খেলছেন। মাঝে কয়েক বছর অবশ্য লোনে বিভিন্ন দলের হয়ে খেলেন তিনি। ২০১২-১৩ মরসুমে নরউইচ সিটি এবং ২০১৩ সালে লেস্টার সিটির হয়ে খেলার পর তিনি টটেনহ্যামে ফেরেন। টটেনহ্যামের হয়ে এখনও পর্যন্ত ২১৬ ম্যাচ খেলে ১৫০ গোল করেছেন এই স্ট্রাইকার। ২০১৫ সালে ইংল্যান্ডের সিনিয়র দলে অভিষেক হয় তাঁর। এখনও পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনি ৫১ ম্যাচে ৩২ গোল করেছেন।

চলতি মরসুমেও ভাল ফর্মে আছেন এই স্ট্রাইকার। প্রিমিয়ার লিগে ৯টি ম্যাচ খেলে তিনি ৭ গোল করেছেন। ইউরোপা লিগেও একটি গোল করেছেন তিনি।