নয়াদিল্লি: এই প্রথম পদ্ম পুরস্কারের জন্য শুধু মহিলা ক্রীড়াবিদদের নাম মনোনয়ন করল ক্রীড়ামন্ত্রক। তালিকায় আছেন বক্সিংয়ে ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন এম সি মেরি কম, ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়ন পিভি সিন্ধু, জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কউর, টেবল টেনিস তারকা মনিকা বাত্রা, কুস্তিগীর ভিনেশ ফোগত, জাতীয় মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল, প্রাক্তন শুটার সুমা শিরুর, পর্বতারোহী যমজ বোন তাশি ও নুংসি মালিক।
২০০৬ সালে পদ্মশ্রী খেতাব পান মেরি কম। ২০১৩ সালে তিনি পদ্মভূষণে ভূষিত হন। এবার তিনি পদ্মবিভূষণ পেতে চলেছেন। এর আগে বিশ্বনাথন আনন্দ, সচিন তেন্ডুলকর ও এডমন্ড হিলারি পদ্মবিভূষণ পেয়েছিলেন। চতুর্থ ক্রীড়াবিদ হিসেবে এই সম্মান পেতে চলেছেন মেরি কম।
প্রথম ভারতীয় হিসেবে ব্যাডমিন্টনে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া সিন্ধু এবার পদ্মভূষণ খেতাব পেতে চলেছেন। তিনি ২০১৫ সালে পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন। হরমনপ্রীত, মনিকা, ভিনেশ, রানি, সুমা, তাশি ও নুংসিদের নাম পদ্মশ্রীর জন্য মনোনীত হয়েছে। আগামী বছরের ২৬ জানুয়ারি পদ্ম পুরস্কার দেওয়া হবে।
এই প্রথম পদ্ম পুরস্কারের জন্য মনোনীত শুধু মহিলা ক্রীড়াবিদরা, তালিকায় মেরি কম, সিন্ধু, হরমনপ্রীত
Web Desk, ABP Ananda
Updated at:
12 Sep 2019 03:58 PM (IST)
আগামী বছরের ২৬ জানুয়ারি পদ্ম পুরস্কার দেওয়া হবে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -