নয়াদিল্লি: বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানই শুধু নন, ফিটনেসের ক্ষেত্রেও অনেকের চেয়ে এগিয়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তবে তিনি ট্যুইট করে একটি ম্যাচের কথা উল্লেখ করেছেন, যেদিন ফিটনেসের ক্ষেত্রে তাঁকে টেক্কা দিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। একটি ছবি দিয়ে বিরাট লিখেছেন, ‘আমি সেই ম্যাচের কথা ভুলতে পারব না। সেটা বিশেষ রাত ছিল। এই ব্যক্তি আমাকে ফিটনেস টেস্টের মতো দৌড় করিয়েছিল।’

বিরাট যে ম্যাচের কথা উল্লেখ করেছেন, সেটি ২০১৬ টি-২০ বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়ার খেলা ছিল। মোহালিতে ১৬১ রান তাড়া করতে নেমে চাপে পড়ে গিয়েছিল ভারত। বিরাটের সঙ্গে ছুটে রান নেওয়ার ক্ষেত্রে পাল্লা দিতে পারছিলেন না যুবরাজ সিংহ। তিনি ১৪-তম ওভারে আউট হয়ে যান। এরপর ক্রিজে আসেন ধোনি। জেতার জন্য শেষ ৬ ওভারে ৬৭ রান দরকার ছিল ভারতের। বিরাট ও ধোনি ক্রমাগত ছুটে রান নিয়ে অস্ট্রেলিয়ার বোলার ও ফিল্ডারদের উপর চাপ সৃষ্টি করতে থাকেন। শেষপর্যন্ত পাঁচ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারতীয় দল।