একই ম্যাচে দুটি পিচ: সচিনের প্রস্তাব খারিজ এমসিসি-র
Web Desk, ABP Ananda | 07 Dec 2016 06:04 PM (IST)
নয়াদিল্লি: রঞ্জি ট্রফিতে দুটি পিচ রাখার যে প্রস্তাব দিয়েছিলেন সচিন তেন্ডুলকর, সেটা খারিজ করে দিল মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিশ্ব ক্রিকেট কমিটি। এই কমিটির সদস্য পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রামিজ রাজা বলেছেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেট হল প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা। সেখানে চ্যালেঞ্জ থাকে। এই কমিটি মনে করছে, দুটি পিচে খেলা হলে প্রথম শ্রেণির ক্রিকেটের গুরুত্ব কমে যাবে।’ আরও পড়ুন, ক্রিকেটেও এবার লাল কার্ড! কয়েকদিন আগেই সচিন প্রস্তাব দেন, রঞ্জি ট্রফির ম্যাচগুলিতে দুটি আলাদা পিচ রাখা হোক। প্রথম ইনিংসের খেলা হোক পেস সহায়ক পিচে এবং কোকাবুরা বলে। দ্বিতীয় ইনিংস হোক স্পিনারদের সহায়ক পিচে এসজি বলে। সেটা হলে ব্যাটসম্যানদের মতোই বোলাররাও সবরকম পরিস্থিতিতে ভাল পারফরম্যান্স দেখানোর জন্য তৈরি হতে পারবেন। এমসিসি-র বৈঠকে সচিনের এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু ক্রিকেট কমিটি সেই প্রস্তাব কার্যকর করতে নারাজ। এমসিসি-র ক্রিকেট কমিটির চেয়ারম্যান ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইক ব্রিয়ারলি বলেছেন, ‘আমরা সচিনের প্রস্তাব নিয়ে আলোচনা করেছি। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, সচিনের এই প্রস্তাবে প্রথম শ্রেণির ম্যাচ আন্তর্জাতিক ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে পরিণত হচ্ছে। আমার মনে হয়, কমিটির অন্যান্য সদস্যদেরও একই মত।’