ব্রিসবেনে বিগ ব্যাশ লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল ব্রিসবেন হিট ও পারথ স্কর্চার্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ব্রিসবেন হিট তুলেছিল ১৯১/৬। ইনিংস ওপেন করতে নেমে ম্যাকালাম করেন ২৭ বলে ৩২ রান।
তবে ব্যাটিংয়ের জন্য নয়, এই ম্যাচে ম্যাকালাম শিরোনামে উঠে এসেছেন দুরন্ত ফিল্ডিংয়ের জন্য।
ঠিক কী হয়েছিল ম্যাচে? ইনিংসের ১৪তম ওভারে ব্রিসবেন হিটের পেসার জোশ ল্যালরের বল লং অফের উপর দিয়ে বাউন্ডারির বাইরে ফেলতে গিয়েছিলেন মিচেল মার্শ। শটে এতই জোর ছিল যে, লং অফে ফিল্ডিং করা ম্যাকালাম প্রথমে বলটি দেখতেই পাননি। এগিয়ে এসেছিলেন কয়েক কদম। তারপরই বল মাথার উপর দিয়ে বুলেটের গতিতে উড়ে যাচ্ছে উপলব্ধি করে চকিতে গতিপথ বদলে পিছনে বাঁদিকে ফিরে শরীর শূন্যে ভাসিয়ে দেন ম্যাকালাম। অবিশ্বাস্য ফিটনেস দেখিয়ে বলটি ধরেও নেন। তবে মাটিতে পড়ার সময় তাঁর হাত থেকে বলটি বেরিয়ে যায়। টিভি ধারাভাষ্যকারেরাও আক্ষেপের সুরে বলে ওঠেন, বলটি ধরে নিলে হতে পারত শতাব্দীর সেরা ক্যাচ।
হতাশ ম্যাকালাম বলেন, ‘আমি একটু আগে এগিয়ে গিয়েছিলাম বলে সমস্যা হয়েছিল। ক্যাচটা আমার পক্ষে আরও কঠিন হয়ে পড়েছিল। ফ্লাডলাইটের আলোয় বলটি সাময়িকভাবে দৃষ্টি থেকে হারিয়ে গেলেও পরে যখন দেখতে পেলাম, ভাবলাম শরীর ভাসিয়ে হাত প্রসারিত করে দেখি কী হয়। ধরে নিতে পারলে ভালই হত।’