চেন্নাই: আজ থেকে শুরু হওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অন্য দলগুলির তুলনায় ভারতকেই এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রা। তাঁর মতে, বোলিং বিভাগের জন্যই ভারত এগিয়ে। পেস ও স্পিনের যুগলবন্দি ভারতের সবচেয়ে বড় শক্তি। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারত যাবে বলেই মনে করছেন ম্যাকগ্রা।


কিংবদন্তী ম্যাকগ্রা এখন চেন্নাইয়ে এমআরএফ পেস ফাউন্ডেশনে তরুণ বোলারদের প্রশিক্ষণ দিচ্ছেন। এরই মধ্যে তাঁর চোখ রয়েছে ইংল্যান্ডে। চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গে তিনি বলেছেন, ‘গত দু-তিন বছর ধরে ভারতের বোলাররা খুব ভাল পারফরম্যান্স দেখাচ্ছে। আমার মনে হয় ভারতের বোলিং বিভাগই এখন সবচেয়ে ভাল। পেস-স্পিন কম্বিনেশন অন্য দলগুলির তুলনায় ভারতকে এগিয়ে রাখবে।’

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতের জয়ের সম্ভাবনাই বেশি বলে মনে করছেন ম্যাকগ্রা। তিনি যশপ্রীত বুমরাহ ও উমেশ যাদবের প্রশংসা করেছেন। যদিও ম্যাকগ্রা বলছেন, পাকিস্তান এখন আর আগের মতো শক্তিশালী দল নেই। তবে এই দলেও কয়েকজন ভাল বোলার এবং অভিজ্ঞ ব্যাটসম্যান আছেন। তাই নিজেদের দিনে অঘটন ঘটাতেই পারে পাকিস্তান।