কল্যাণী: সিএবি প্রথমবার মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ট্রফির আয়োজন করেছিল এবার। আর সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল মহমেডান স্পোর্টিং ক্লাব। তাঁরা ফাইনালে রাজস্থান ক্লাবকে হারিয়ে দিল ৭ উইকেটে। কল্যাণী স্টেডিয়ামে এই ফাইনাল ম্যাচ আয়োজিত হয়েছিল। 


উদ্বোধনী মরসুম ছিল এটি। প্রথমবার ৬টি দল অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে। ফাইনালে প্রথমে ব্যাট করে রাজস্থান ক্লাব বোর্ডে মাত্র ৯৪ রানই যোগ করতে পারে। মহমেডান স্পোর্টিং ক্লাবের বোলারদের নিয়ন্ত্রিত পেস ও স্পিন আক্রমণের সামনে রানই তুলতে পারেনি রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় মহমেডান স্পোর্টিং। অর্ধশতরানের ইনিংস খেলার জন্য ম্য়াচের সেরা নির্বাচিত হন প্রিয়ঙ্কা বালা। অন্যদিকে পুরো টুর্নামেন্টে ১৭ উইকেট নেওয়ায় সর্বাধিক উইকেট শিকারী হলেন অনন্যা হালদার। 


৩৭৪ রান করে টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক হয়েছেন মিতা পাল। তিনি ৮ উইকেটও নিয়েছেন। তাঁকেই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ঘোষণা করা হয়েছে। মোট ৭ বার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনি এই টুর্নামেন্টে। টুর্নামেন্টে পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় ও কোষাধ্যক্ষ দেবাশিস গঙ্গোপাধ্যায়।


ফাইনালে প্রথমে ব্যাট করে একটা সময় ৪৯ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল রাজস্থান ক্লাবের। দলের হয়ে শুধুমাত্র রূপা দত্ত এক দিকে টিকেছিলেন। তিনি ৫৫ বলে ৪২ রান করেন। প্রিয়ঙ্কা ৪৩ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। শর্বানী পাল গুরুত্বপূর্ণ ২৫ রানের ইনিংস খেলেন। 


উল্লেখ্য, ইস্টবেঙ্গল, রাজস্থান, মহমেডান স্পোর্টিং, টাউন ক্লাব, এরিয়ান, কালীঘাট- এই ছ'টি ক্লাব এবারের টুর্নামেন্টে অংশ নিয়েছিল। গত ৭ ফেব্রুয়ারি থেকে এই প্রতিযোগিতায় অংশ শুরু হয়েছিল ৷ কল্যাণী স্টেডিয়ামেই বসেছিল প্রতিযোগিতার আসর ৷ ফাইনাল হবে আগামী ২৩ ফেব্রুয়ারি ।


আরো পড়ুন: ''ওর সাফল্যে আমরা গর্বিত'', প্রজ্ঞানানন্দকে শুভেচ্ছা নরেন্দ্র মোদির