প্রথম শিখ, পাকিস্তানের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে মহিন্দর পাল সিংহ, ভারতের বিরুদ্ধে অভিষেকের ইচ্ছা
Web Desk, ABP Ananda | 26 Dec 2016 06:57 PM (IST)
লাহৌর: প্রথম শিখ হিসেবে পাকিস্তানের জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুযোগ পেলেন মহিন্দর পাল সিংহ। লাহৌরের নানকানা সাহিবের এই ক্রিকেটার সেদেশের প্রতিশ্রুতিমান ৩০ জনেক তালিকায় আছেন। মহিন্দরের এই সাফল্যে উল্লসিত পাকিস্তানের শিখ সম্প্রদায়ের মানুষ। এখনও পর্যন্ত মাত্র সাত জন অমুসলিম ক্রিকেটার পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। শেষ অমুসলিম ক্রিকেটার ছিলেন দানিশ কানেরিয়া। এবার মহিন্দরের জাতীয় দলের খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুযোগ পাওয়ার পর এক ভিডিও বার্তায় মহিন্দর বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট অ্যাকাডেমিতে সুযোগ পেয়ে আমি গর্বিত। আমি সারা দেশের শিখ সম্প্রদায়ের মানুষের প্রতিনিধি। কোচ ও পিসিবি চেয়ারম্যান শাহরিয়র খানকে ধন্যবাদ।’ মহিন্দরের আশা, ভারতের বিরুদ্ধেই জাতীয় দলের হয়ে তাঁর অভিষেক হবে।