কলকাতা: বিশ্বকাপ হকির ওয়ার্ম আপ ম্যাচেই শক্তি প্রদর্শন করল ভারত। ৫-০ গোলে তারা হারিয়ে দিল অলিম্পিকজয়ী আর্জেন্তিনা দলকে। প্রথম ও তৃতীয় গোলটি এসেছে পেনাল্টি কর্নার থেকে, বাকি সবগুলিই সরাসরি করা।

হরমনপ্রীত সিংহ, ললিত উপাধ্যায়, দিলপ্রীত, নীলকান্ত শর্মা ও হার্দিক সিংহ দেশের হয়ে গোল করেছেন। ভারতীয় খেলোয়াড়দের সামনে আর্জেন্তিনা দল তেমন সুবিধে করতে পারেনি। কোচ হরেন্দ্র সিংহ বলেছেন, যে কোনও টুর্নামেন্টেই শুরুটা ভাল হওয়া জরুরি। প্র্যাকটিস ম্যাচ আত্মবিশ্বাস দেয়। তাঁরা বেশ কয়েকটি ক্ষেত্রে নতুন কিছু করার চেষ্টা করেছিলেন, মিডফিল্ডাররা সুযোগগুলি ঠিকমত কাজে লাগিয়েছেন। সাধারণত গোল দেন স্ট্রাইকাররা কিন্তু এ ম্যাচে মিডফিল্ডাররা ম্যাজিক করেছেন।

বিশেষ করে অলিম্পিক চ্যাম্পিয়নদের এভাবে হারানোয় খেলোয়াড়রা দারুণ আত্মবিশ্বাস পাবেন বলে মন্তব্য করেছেন তিনি।

আর্জেন্তিনার হেড কোচ দাবি করেছেন, তাঁর টিম এখনও শক্তিশালী তবে তারা জেটল্যাগে ভুগছে। নিজেদের দক্ষতা অনুযায়ী খেলার ক্ষমতা রয়েছে তাদের।

আগামীকাল ভারত তাদের শেষ ওয়ার্ম আপ ম্যাচ খেলবে স্পেনের বিরুদ্ধে।