ভুবনেশ্বর: আসন্ন হকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম টিকিট কাটলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ২৭ তারিখ হবে এই অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী টিকিট কেটেছেন ৫০০ টাকার বিনিময়ে।

২৮ তারিখ থেকে শুরু হচ্ছে পুরুষদের চতুর্দশতম হকি বিশ্বকাপ। উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম টিকিটটি গিয়েছে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের পকেটে। হকি ইন্ডিয়া সিইও এলেনা নরম্যান তাঁর হাতে এই টিকিট তুলে দিয়েছেন। পরে টিকিটের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন নবীন। ২৮ তারিখ কটকের বারাবাতি স্টেডিয়ামে হবে বিশ্বকাপ উপলক্ষ্যে দ্বিতীয় অনুষ্ঠান।




মঙ্গলবার থেকে শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটের অনলাইন বিক্রি। প্রথম দিনের অনুষ্ঠানের প্রায় ১০,৫০০ টিকিট বিক্রির কথা। দ্বিতীয় দিনের অনুষ্ঠানের জন্য। ৩০,০০০ টিকিট অনলাইনে বিক্রি হবে। দুটি অনুষ্ঠানেই গান গাওয়ার কথা এ আর রহমানের। থাকতে পারেন শাহরুখ খান সহ একাধিক বলিউড সেলেবও।