চণ্ডীগড়: বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে জেরা পঞ্জাব পুলিশের। বুধবার পঞ্জাব পুলিশের বিশেষ তদন্তকারী দল অক্ষয়কে ডেকে জিজ্ঞাসাবাদ করে। অক্ষয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিংহ বাদলের সঙ্গে ডেরা সচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহের একটি বৈঠকের ব্যবস্থা করে দিয়েছিলেন। সেব্যাপারেই অক্ষয়কে ডেকে জিজ্ঞাসাবাদ করেন পঞ্জাব পুলিশের একটি দল। বুধবার সকাল ৯.৪৫ মিনিট থেকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয়। অক্ষয়ের বয়ান ভিডিও রেকর্ডিংও করা হয়েছে।
সূত্রের খবর, বুধবার সকালে মুম্বই থেকে চ্যাটার্ড বিমানে চণ্ডীগড় পৌঁছন অক্ষয়। তারপর সেখান থেকে সোজা চলে যান পুলিশের সদর দফতরে। সেখানে প্রায় দু ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। জানা গিয়েছে, ঘণ্টা দুয়েকের জেরার সময় অক্ষয়কে গুরু রাম রহিমের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ এবং উপ মুখ্যমন্ত্রীর সঙ্গেও তাঁর সম্পর্ক কেমন, সেব্যাপারে প্রশ্ন করা হয়। নিজের নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, অক্ষয় পুলিশকে পাল্টা চ্যালেঞ্জ করে বলেন, এই বৈঠকের বিষয় তাঁদের কাছে কোনও প্রমাণ থাকলে সেটা দেখাতে। শুধুমাত্র শোনা কথার ভিত্তিতে তিনি কোনও মন্তব্য করবেন না।
প্রসঙ্গত, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে অক্ষয় দাবি করেছেন তাঁর শিখ ধর্মের প্রতি সম্পূর্ণ সম্মান রয়েছে। তিনি এমন কোনও পদক্ষেপ কখনওই নেবেন যাতে শিখ ধর্মের অসম্মান হয়।
অক্ষয় কুমারকে জেরা করল পঞ্জাব পুলিশ, কেন জানতে ক্লিক করুন এখানে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Nov 2018 10:35 AM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -