লন্ডন: এক দশকেরও বেশি সময় ধরে ইউরোপে রাজত্ব করার পর কি এবার মেজর লিগ সকারে দেখা যাবে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে? তাঁরা কি ইংল্যান্ডের প্রাক্তন তারকা ডেভিড বেকহ্যামের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেবেন? মিনেসোটা ইউনাইটেডের ম্যানেজার আদ্রিয়ান হিথের কথায় এই জল্পনা তৈরি হয়েছে।


একটি ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হিথ বলেছেন, ‘মেসি-রোনাল্ডো এক দশকেরও বেশি সময় ধরে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করলেও, তাঁদের একই দলে খেলতে দেখা যেতে পারে। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবলের পক্ষে অবিশ্বাস্য ব্যাপার হবে। কারও পক্ষে যদি এই স্বপ্নপূরণ করা সম্ভব হয়, তাহলে সেই ব্যক্তি একমাত্র ডেভিড বেকহ্যাম। এখনই হয়তো সেটা সম্ভব নয়। তবে ভবিষ্যতে জাটান ইব্রাহিমোভিচ, ওয়েন রুনি, স্টিভেন জেরার্ড, ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের মতোই মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে আসতে পারেন মেসি-রোনাল্ডো। তাঁদের গন্তব্য নিশ্চিতভাবেই হবে লস অ্যাঞ্জেলেস বা মিয়ামি। বেকহ্যামের সঙ্গে এই দুই খেলোয়াড়েরই সম্পর্ক ভাল। ফলে তাঁদের মিয়ামিতে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।’

হিথ আরও বলেছেন, ‘মেজর লিগ সকার বিশ্বের সেরা লিগ হয়ে উঠতে পারে। অতীতে অনেক ফুটবলার কেরিয়ারের শেষদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে খেলতে আসতেন। কিন্তু বেকহ্যামের আগমন এবং নতুন ফ্র্যাঞ্চাইজি মিয়ামি সেই মানসিকতা বদলে দিয়েছে।’

ইন্টার মিয়ামির প্রেসিডেন্ট হয়েছেন বেকহ্যাম। তাঁর দল এখনও মেজর লিগ সকারে খেলা শুরু করেনি। ১ মার্চ প্রথম ম্যাচ। এখনও পর্যন্ত কোনও মার্কি ফুটবলার সই করায়নি মিয়ামি। তবে ইউরোপের কয়েকজন তারকার উপর নজর রয়েছে। মেসি ও রোনাল্ডো যদি শেষপর্যন্ত সত্যিই মেজর লিগ সকারে খেলতে যান, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ তৈরি হবে।