হাউস্টন: স্বপ্ন-পুরণের শেষ ধাপে পৌঁছে গেল আর্জেন্তিনা। আমেরিকাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ২০১৬-এর কোপার ফাইনালে মেসির আর্জেন্তিনা।
প্রতিপক্ষকে নিয়ে কার্যত ছেলেখেলা করল তাতা মার্তিনোর ফুটবলারেরা। খেলার শুরুতেই লাভেজ্জির গোলে এগিয়ে যায় আকাশি-নীল ব্রিগেড। এরপরই ৩২ মিনিটে আবার ফুটবল জাদুকরের বাঁ-পায়ের ভেল্কি। প্রতিপক্ষের গোলকিপারকে ধরাশায়ী করে মেসির শট আছড়ে পড়ল ইউএস-এর জালে। অর্জেন্তিনা ২-০ গোলে এগিয়ে গেল এবং দেশের হয়ে ৫৫ গোল করে বাতিস্তুতাকে পেছনে ফেলে সর্বোচ্চ গোল দাতার আসন দখল করে নিলেন লিওনেল মেসি।
এরপর সারামাঠ জুড়ে শুধু আকাশি-নীল জার্সির ঝড়। হিগুয়েনের পরপর দু-গোল ৪-০ গোলে এগিয়ে দেয় তাদের। আর্জেন্তনা পৌঁছে যায় ফাইনালে। ৩০ বছর আগে এই জুনেই বিশ্বকাপ উঠেছিল মারাদোনার হাতে। বিশ্বকাপ জয়ের ৩০ বছর পূর্তির মাসেই কি তাহলে কোপা কাপ উঠতে চলেছে মেসির হাতে? স্বপ্ন-পুরণের সেই আশায় কোপা ফাইনালের দিকে তাকিয়ে ফুটবল বিশ্ব।
আমেরিকাকে ৪-০ গোলে হারিয়ে কোপার ফাইনালে আর্জেন্তিনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jun 2016 05:02 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -