মেসির সঙ্গে স্বাস্থ্যকর প্রতিযোগিতা উপভোগ করি, ও আমাকে উন্নতি করতে সাহায্য করেছে, বলছেন রোনাল্ডো
Web Desk, ABP Ananda | 22 Aug 2019 12:00 PM (IST)
রোনাল্ডো আরও জানিয়েছেন, আমার সঙ্গে মেসির দুর্দান্ত পেশাদারী সম্পর্ক আছে।
লিসবন: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না লিওনেল মেসি, কে বড়? সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মধ্যে এক দশকেরও বেশি সময় ধরে এই নিয়ে আলোচনা-তর্ক চলছে। তবে রোনাল্ডো জানিয়ে দিলেন, তিনি মেসির সঙ্গে স্বাস্থ্যকর প্রতিযোগিতা উপভোগ করেন। মেসির সঙ্গে এই প্রতিযোগিতার জন্যই তিনি খেলোয়াড় হিসেবে উন্নতি করতে পেরেছেন বলেও জানিয়েছেন ‘সিআরসেভেন’। একটি সংবাদমাধ্যমকে রোনাল্ডো জানিয়েছেন, ‘মেসির কেরিয়ারের প্রতি আমি শ্রদ্ধাশীল। ও জানিয়েছে, আমি স্পেন ছাড়ায় হতাশ হয়েছে। ও আমাদের মধ্যে চলা প্রতিযোগিতাকে স্বীকৃতি দিয়েছে। ওর সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা আছে। তবে এটা নতুন কিছু নয়। বাস্কেটবলে মাইকেল জর্ডনের প্রতিদ্বন্দ্বী ছিল, ফর্মুলা ওয়ানে আয়ার্টান সেনা ও অ্যালেন প্রস্টের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল। তাঁদের মধ্যে স্বাস্থ্যকর প্রতিযোগিতা ছিল। আমার কোনও সন্দেহ নেই, মেসি আমাকে খেলোয়াড় হিসেবে উন্নতি করতে সাহায্য করেছে। মেসির ক্ষেত্রেও হয়তো সেটাই হয়েছে। আমি ট্রফি জিতলে মেসির নিশ্চয়ই মানসিক দংশন হয়। ও ট্রফি জিতলে আমারও একই অবস্থা হয়।’ রোনাল্ডো আরও জানিয়েছেন, ‘আমার সঙ্গে মেসির দুর্দান্ত পেশাদারী সম্পর্ক আছে। কারণ, ১৫ বছর ধরে আমরা একই মুহূর্ত ভাগ করে নিচ্ছি। আমরা কোনওদিন একসঙ্গে নৈশভোজ করিনি। তবে ভবিষ্যতে না করার কোনও কারণ নেই। তাতে আমার কোনও সমস্যা নেই।’