আসুনসিয়ন (প্যারাগুয়ে): আর্জেন্তিনার ২০২২ ফুটবল বিশ্বকাপের প্রথম যোগ্যতা-অর্জনকারী ম্যাচে সাসপেন্ড করা হল লিওনেল মেসিকে। পাশাপাশি, তাঁকে ১৫০০ মার্কিন ডলার জরিমানাও করেছে লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল। সংস্থার তরফে মঙ্গলবার জানানো হয়েছে, গত ৬ জুলাই কোপা আমেরিকা প্রতিযোগিতায় চিলের বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচ আর্জেন্তিনা ২-১ গোলে জিতলেও তাতে লাল কার্ড দেখেন মেসি। যে কারণে, আর্জেন্তিনার প্রথম বিশ্বকাপের যোগ্যতা-অর্জনকারী ম্যাচে পাওয়া যাবে না মেসিকে। আগামী মার্চ থেকে শুরু হচ্ছে ওই লাতিন আমেরিকা গ্রুপের যোগ্যতা-নির্ণায়ক পর্যায়।
তবে, কোপা আমেরিকা সংগঠনের বিরুদ্ধে মেসি যে তোপ দেগেছেন, সেই নিয়ে কোনও মন্তব্য করেনি আর্জেন্তাইন ফুটবল সংস্থা। চিলের বিরুদ্ধে ম্যাচের পর প্রতিযোগিতার দুর্নীতি নিয়ে অভিযোগ তোলেন। মেসি দাবি করেছিলেন, ব্রাজিলকে জেতাতে কোপা আমেরিকা টুর্নামেন্টে দুর্নীতি করা হয়েছে। পরে, অবশ্য নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন আর্জেন্তাইন তারকা।
২০২২ বিশ্বকাপের প্রথম যোগ্যতা-অর্জনকারী ম্যাচে সাসপেন্ড মেসি, জরিমানা ১৫০০ মার্কিন ডলার
Web Desk, ABP Ananda
Updated at:
24 Jul 2019 10:53 AM (IST)
মেসিকে ১৫০০ মার্কিন ডলার জরিমানাও করেছে লাতিন আমেরিকার ফুটবল সংস্থা কনমেবল
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -