বুয়েনস আয়ার্স: মেসির অবসর নিয়ে এখনও উত্তাল বিশ্ব৷ এরই মধ্যে বুয়েনস আইরেসে এদিন উন্মোচন হল এলএম টেনের ব্রোঞ্জ মূর্তি৷ উদ্বোধন করলেন মেয়র৷
কেটে গিয়েছে দু’দিন৷ মেক্সিট এফেক্টে উত্তাল বিশ্ব৷ আর্জেন্তাইন ফুটবলের রূপকথার নায়কের আকস্মিক অবসরে ব্যথিত ফুটবল-গ্রহ৷ পৃথিবীজুড়ে একটাই আর্তি - ফিরে এসো মেসি৷
এরই মধ্যে বুয়েনস আয়ার্সে উন্মোচিত হল তাঁর সুবিশাল ব্রোঞ্জমূর্তি৷ এলএম টেনের মূর্তি উন্মোচন করলেন মেয়র হোরাশিও লরেত্তা৷ আমার দৃঢ় বিশ্বাস, অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফিরবেনই মেসি, জানিয়েছেন লরেত্তা৷
কোপা ফাইনালে ফের চিলির কাছে হার৷ ফাইনালে পেনাল্টি মিস৷ আর, তারপরই অবসরের সিদ্ধান্ত৷ আর্জেন্তাইন প্রেসিডেন্ট থেকে দিয়েগো মারাদোনা, মেসিকে ফেরার আর্জি জানিয়েছেন অনেকেই৷ কিন্তু, তিনি? এখনও নীরব৷ আর্জেন্তাইন মেগাস্টারের উত্তরের অপেক্ষায় গোটা বিশ্ব৷
আর্জেন্টিনায় বসল মেসির ব্রোঞ্জ-মূর্তি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jun 2016 01:46 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -