মিউনিখ: সাল ২০১৪। রিও দে জেনেইরোতে আঁধার নেমেছিল লিওনেল মেসির জীবনে। বিশ্বকাপের ফাইনালে দুরন্ত লড়াই করেও শেষরক্ষা হয়নি। জার্মানির কাছে হেরে খালি হাতে বিদায় নিয়েছিল আর্জেন্তিনা


জার্মানির সেই বিশ্বজয়ী দলের অন্যতম তারকা মেসুত ওজিল ফুটবলকে বিদায় জানালেন। মাত্র ৩৪ বছর বয়সে।


বুধবার ফেসবুকে দেওয়া পোস্টে ওজিল লিখেছেন, ‘সবকিছু ভেবেচিন্তে আমি পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা করছি। প্রায় ১৭ বছর ধরে পেশাদারি ফুটবল জীবনে আমি অনেক সম্মান পেয়েছি। এমন দারুণ সুযোগের জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। কিন্তু বেশ কয়েক মাস ধরে আমি চোটে ভূগছি। যে কারণে বুঝতে পেরেছি এখনই সেরা সময় খেলোয়াড়ি জীবনে ইতি টানার।’


জার্মানির ক্লাব শালকে ০৪-এর হয়ে পেশাদার ফুটবল জীবন শুরু হয় ওজিলের। এরপর সেখান থেকে যোগ দেন জার্মানিরই ক্লাব ওয়ের্ডার ব্রেমেনে। ক্লাবকে তিনি জেতান ডিএফবি ফোকাল কাপ। ২০০৯ সালে উয়েফা কাপের ফাইনালে তোলেন তাদের। তারপরই ওজিলকে দলে নেয় রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ দলটির হয়ে বর্ণময় কেরিয়ার ছিল তাঁর। দলের হয়ে ২০১২ সালে জেতেন লা লিগা শিরোপা। জেতেন জোড়া কোপা দেল রেও।                                      


ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থাকাকালীন রিয়ালের সেই সোনালি অধ্যায়ে ওজিল ছিলেন বড় তারকাদের অন্যতম। ২০১৩ সালে জার্মান এই তারকাকে দলে নেয় আর্সেনাল। ইংল্যান্ডের ক্লাবের হয়ে তিনি খেলেন দীর্ঘ আট বছর। তবে শেষের দিকে নানা বিষয়ে ওজিলের সঙ্গে ক্লাবের তিক্ততা তৈরি হয়। যে কারণে তিনি দল থেকে বেরিয়ে তুরস্কের ক্লাব ফেনারবেচে-তে যোগ দেন। সেখান থেকে পরে যান ইস্তাম্বুল বেসেকসেহির ক্লাবে।  


                                                                                                        






২০১৪ সালে দুর্দান্ত ফর্মে থাকা ওজিল জাতীয় দলের হয়ে জায়গা করে নেন বিশ্বকাপের দলে। সেবার জার্মানির বিশ্বকাপজয়ে বড় অবদান ছিল মিডফিল্ডারের।