সৌরভ বন্দ্যোপাধ্যায়, পোলবা: দুয়ারে সরকারের পর এবার পোলবায় শুরু হল দুয়ারে চিকিৎসক। আজ থেকে পোলবায় শুরু হল শিবির। মূলত হার্ট, ব্রেন সহ যে সমস্ত চিকিৎসা পরিষেবা সহজে গ্রামীণ ও জেলা হাসপাতাল গুলিতে মেলে না সেই সমস্ত পরিষেবা পাওয়া যাবে শিবিরে। এদিন গ্রামবাসীরা স্বাস্থ্য পরীক্ষা করান। এই শিবিরের উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। আসেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। দুজনেই স্বাস্থ্য পরীক্ষা করান।
শুরু হল দুয়ারে চিকিৎসক: প্রান্তিক মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্য দফতরের উদ্যোগে নতুন কর্মসূচি নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে ‘দুয়ারে সরকার’ প্রকল্প চলছে। এবার রাজ্যের প্রত্যন্ত গ্রামে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে শুরু হল ‘দুয়ারে পিজি হাসপাতালের ডাক্তার’। পর্যাপ্ত পরিকাঠামোর অভাব থাকায় অনেক সময় গ্রামীণ হাসপাতালগুলি থেকে রেফার করার অভিযোগ ওঠে। কখনও আবার চিকিৎসকের অভাবে সঠিক পরিষেবা না মেলার অভিযোগ ওঠে। চিকিৎসা ক্ষেত্রে বাংলার উৎকর্ষ কেন্দ্রগুলির অন্যতম এসএসকেএম হাসপাতাল। সেখানকার পরিষেবাই এবার প্রান্তিক এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল স্বাস্থ্য দফতর।
কলকাতার SSKM হাসপাতালে প্রতিষ্ঠা দিবসে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “গ্রামের মানুষ পিজি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে পারেন না। আমি চাই এই হাসপাতালের ডাক্তাররা গ্রামে গিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিক। পিজি হাসপাতালের সঙ্গে যুক্ত করা হয় মেডিকেল কলেজ হাসপাতালকেও।’’ বিধায়ক অসিত মজুমদার বলেন, মানুষের জন্যই সরকার, “সেটা দুয়ারে সরকার হোক বা দুয়ারে ডাক্তার। মানুষকে পরিষেবা দেওয়াটাই সরকারের মুখ্য উদ্দেশ্য।’’
‘দুয়ারে পিজি হাসপাতালের ডাক্তার’ কর্মসূচি প্রথম শুরু হয় কেশিয়াড়িতে। ৮ ও ৯ ফেব্রুয়ারি এই কর্মসূচি হয়। তার জন্য কেশিয়াড়ি রবীন্দ্র ভবন ও খাজরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে বেছে নেওয়া হয়। এই দুটি শিবিরে পরিষেবা দেওয়ার জন্য কলকাতার SSKM হাসপাতাল থেকে ২৫ জনের একটি দল উপস্থিত হন । এছাড়া জুনিয়র চিকিৎসক সহ টেকনিশিয়ানরাও ছিলেন। দুটি শিবিরকে ছোটোখাটো হাসপাতালের আদলে প্রস্তুত করা হয়। কেশিয়াড়ি ব্লকের প্রতিটি পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আশাকর্মীরা রোগীদের নাম তালিকাভুক্ত করন। তালিকাভুক্ত সকলকে একটি করে স্লিপ দেওয়া হয়। এই স্লিপ নিয়ে ওই ব্যক্তিরা শিবিরে আসেন চিকিৎসা করাতে। রোগ অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান রোগীরা।
আরও পড়ুন: Job Scam: '২০১৮ থেকে পরিচয়..দুর্নীতি নিয়ে জানতাম না', প্রকাশ্যে অয়ন-ঘনিষ্ঠ শ্বেতা