কলকাতা: বড়সড় ঘোষণা কেন্দ্রের। নাগরিকদের স্বস্তি দিয়ে আরও ১ বছর বৃদ্ধি পেল আধার কার্ড ও ভোটার কার্ড সংযোগের সময়সীমা। ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত আধার কার্ড ও ভোটার কার্ড সংযোগ করা যাবে। এতদিন পর্যন্ত বলা হয়েছিল চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত এই কাজ করা যাবে। সেই সময়সীমাই আরও একবছর বাড়িয়ে দেওয়া হল।
গত বছর থেকেই এই কাজ শুরু করা হয়েছে। যদিও সরকারের তরফে বলা হয়েছে, আধার কার্ড ও ভোটার কার্ড সংযোগ বাধ্যতামূলক নয়। অর্থাৎ সংযোগ না করালে আধার বা ভোটার কার্ড অটল হয়ে যাবে না। কিন্তু এই সংযোগ করানো হলে একাধিক সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
সংযোগে কী সুবিধা:
নির্বাচন কমিশন জানিয়েছে, ভুয়ো ভোটার খুঁজে বেরতে সুবিধা হলে যদি আধার কার্ড ও ভোটার কার্ড সংযোগ করানো যায়। এক ব্যক্তির নাম একাধিক নির্বাচনী ক্ষেত্রের ভোটার তালিকায় থাকলে তা বাদ দেওয়া যাবে। ভোটার তালিকা স্বচ্ছ করতেও সুবিধা হবে এই সংযোগ করা হলে।
ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টাল (NVSP)-এর সরকারি ওয়েবসাইট থেকে অনলাইনে এই সংযোগ করা যায়। ওই পোর্টালে লগ ইন করে, Search in Electoral Roll-এই অপশনে যেতে হবে। সেখানে আধার নম্বর দিতে হবে। তারপরে রেজিস্টার্ড মোবাইল নম্বরে এবং ইমেলে OTP আসবে। সেটা দিতে হবে। তাহলেই ভোটার কার্ড ও আধার কার্ড সংযোগ হয়ে যাবে।
মেয়াদ বাড়ল আধার আপডেটের
আধার কার্ড আপডেট (Aadhaar Card Update) করার সময়সীমা বাড়ল। মেয়াদ বেড়ে হয়েছে ১৪ জুন। অর্থাৎ আগামী ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেটের সুযোগ পাওয়া যাবে। সম্প্রতি এমনটাই জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। সাধারণত আধার কার্ডের বিবরণ আপডেটের জন্য ৫০ টাকা ফি প্রয়োজন হয়। তবে আগামী তিনমাস বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে। UIDAI- এর অফশিয়াল ওয়েবসাইটে এই আপডেট করা যাবে। আধার কার্ড এখন আর কেবল পরিচয়পত্র নয়। বর্তমানে আধার কার্ড কেবল ১২ সংখ্যার অনন্য নম্বর নয়,এর মাধ্যমে হতে পারে আপনার সব গুরুত্বপূর্ণ কাজ। দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্কের জন্য আধার কার্ড বাধ্যতামূলক করেছে UIDAI। এতে দেশের প্রতিটি নাগরিকের নাম, মোবাইল নম্বর, বায়োমেট্রিক বিবরণ রেকর্ড করা হয়। সম্প্রতি আধারের উপযোগিতা খুব দ্রুত বৃদ্ধি পেয়েছে। তাই আধার আপডেট রাখা খুবই জরুরি।
আরও পড়ুন: মেয়াদ বাড়ল আধার আপডেটের, কতদিন পর্যন্ত পাবেন সুবিধা?