আবু ধাবি: আইপিএল-এ আজ এক ও দু’নম্বরের লড়াই। দ্বিতীয় স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আয়ার। তিনি জানিয়েছেন, এই ম্যাচে দলে দু’টি বদল হয়েছে। খেলছেন অজিঙ্কা রাহানে ও অ্যালেক্স ক্যারি। বাদ পড়েছেন ঋষভ পন্থ ও শিমরন হেটমায়ার। গত ম্যাচে চোট পান ঋষভ। সেই কারণেই তিনি খেলতে পারছেন না। মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তাঁর দলে কোনও বদল হয়নি।
দিল্লি ক্যাপিটালস দল- পৃথ্বী শ, শিখর ধবন, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আয়ার (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, মার্কাস স্টোইনিস, অক্ষর পটেল, হর্ষল পটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা ও অ্যানরিক নর্তিয়ে।
মুম্বই ইন্ডিয়ান্স দল- কুইন্টন ডি কক, রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পাণ্ড্য, কাইরন পোলার্ড, ক্রুণাল পাণ্ড্য, জেমস প্যাটিনসন, রাহুল চাহার, ট্রেন্ট বোল্ট ও জসপ্রীত বুমরাহ।
MI vs DC, Toss Update: মুম্বইয়ের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে দিল্লি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Oct 2020 07:25 PM (IST)
আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে দিল্লি। দ্বিতীয় স্থানে মুম্বই।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -