দুবাই: এবারের আইপিএল-এর ফাইনালে ওঠার লড়াইয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২০০ রান করল মুম্বই ইন্ডিয়ান্স। অর্ধশতরান করলেন সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ। ভাল পারফরম্যান্স দেখান ওপেনার কুইন্টন ডি ককও। শেষদিকে ঝোড়ো ব্যাটিং করেন হার্দিক পাণ্ড্যও। তার ফলেই বড় স্কোর করতে সক্ষম হয় মুম্বই।


আজ অবশ্য মুম্বইয়ের ইনিংসের শুরুটা ভাল হয়নি। প্রথম বলেই আউট হয়ে যান অধিনায়ক রোহিত শর্মা (০)। অপর ওপেনার ডি কক করেন ৪০ রান। তিন নম্বরে নামা সূর্যকুমার করেন ৫১ রান। ঈশান ৩০ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন। হার্দিক ১৪ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন। তিনি পাঁচটি ছক্কা মারেন।

রোহিতের মতোই রান পাননি কাইরন পোলার্ড (০)। ক্রুণাল পাণ্ড্য করেন ১৩ রান।

দিল্লির হয়ে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। একটি করে উইকেট নেন অ্যানরিক নর্তিয়ে ও মার্কাস স্টোইনিস।