পটনা: বিহারে ভোটপ্রচারে গিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে তুলনা টেনে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কোভিড-১৯ মোকাবিলার প্রশংসা করলেন জে পি নড্ডা। ৭ নভেম্বর বিহারে তৃতীয় তথা শেষ দফার ভোটের প্রচার শেষ হল আজ। নির্বাচনী জনসভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট ভোটের ফল বেরচ্ছে। অভিযোগ উঠেছে, ডোনাল্ড ট্রাম্প নোভেল করোনাভাইরাসের সঠিক মোকাবিলা করতে পারেননি, কিন্তু মোদি সরকার দেশকে বাঁচিয়েছে। মোদিজি সঠিক সময়মতো সিদ্ধান্ত নিয়ে দেশকে, তার ১৩০ কোটি মানুষকে রক্ষা করেছে। দ্বারভাঙার জনসভায় তিনি কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীকেও টার্গেট করেন। নড্ডাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণের নিশানা করতে গিয়ে কখন যে তিনি ভারতের জাতীয় স্বার্থেরই বিরোধিতা করে বসেন, সেটা উনি কখনও বুঝতে পারেন না।
মহাগঠবন্ধনেরও তীব্র সমালোচনা করে বিজেপি সভাপতি বলেন, যে সিপিআই (এম এল)-এর চিন্তাভাবনাই ধ্বংসাত্মক, তাদের সঙ্গেই হাত মিলিয়েছে আরজেডি, কংগ্রেস! এটা শুধুমাত্র একজন প্রার্থীকে ভোট দিয়ে জেতানোর ব্যাপার নয়, এর সঙ্গে বিহারের ভবিষ্যতের প্রশ্ন জড়িয়ে রয়েছে।
পরশুদিনের ভোটে ১২০০-র বেশি প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২.৩৫ কোটি ভোটার। উত্তর বিহারের ১৯টি জেলার ৭৮টি কেন্দ্রের ভোট। বিজেপি প্রচারে নামিয়েছে রাজনাথ সিংহ, যোগী আদিত্য়নাথের মতো হেভিওয়েট নেতাদের।