মুম্বই: শুরুটা একদমই ভাল হয়নি। কিন্তু এরপর টানা জয়ের হ্যাটট্রিক। মুম্বই ইন্ডিয়ান্স ফের ফিরে এসেছে তাঁদের জয়ের ট্র্যাকে। পাঁচ ম্যাচ খেলে তিন ম্য়াচে জিতে পয়েন্ট টেবিলে ৬ নম্বরে উঠে এসেছে রোহিত শর্মার দল। অন্যদিকে সমসংখ্যক জয় পেলেও একটি ম্যাচ বেশি খেলেছে পাঞ্জাব কিংস। তাই তারা এই মুহূর্তে ৭ নম্বরে রয়েছে পয়েন্ট টেবিলের। আজ যে জিতবে, সেই অন্য দলকে টেক্কা দিয়ে এগিয়ে যাবে। 


আজকের খেলা


আজ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের


কবে খেলা


আজ ২২ এপ্রিল, শনিবার মুম্বই বনাম পাঞ্জাব একে অপরের মুখোমুখি হবে


কোথায় খেলা


আজকের খেলাটি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে


কখন শুরু ম্যাচ


এই ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০ থেকে। তার ৩০ মিনিট আগে, অর্থাৎ সন্ধে ৭টায় টস হবে।


কোথায় দেখবেন?


স্টার স্পোর্টসে দেখা যাবে আইপিএল


অনলাইনে কোথায় দেখা যাবে?


অনলাইনে জিও সিনেমায় দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্স বনাম পাঞ্জাব কিংস এই ম্যাচটি।


সূর্যকুমার যাদব ফর্মে ফেরার সঙ্গে সঙ্গেই দলের পারফরম্যান্সও বদলে গিয়েছে। ওপেনিংয়ে রোহিত-ঈশান জুটি ধারাবাহিকভাবে ভাল খেলছেন। এছাড়া মিডল অর্ডারে সূর্যকুমারের সঙ্গে তিলক ভার্মার ধারাবাহিকতা মুম্বইয়ের সম্পদ। ক্যামেরন গ্রিনের অলরাউন্ড পারফরম্যান্স ভারসাম্য জুগিয়েছে দলে। এছাড়া টিম ডেভিডের ঝোড়ো ব্যাটিং প্লাস পয়েন্ট। বোলিং ডিপার্টমেন্টে জেসন বেহেরনডর্ফের বোলিং বুমরার অভাব বুঝতে দিচ্ছে না। পাওয়ার প্লে-তে উইকেট তুলে নিচ্ছেন অজি পেসার। 


পাঞ্জাব কিংস তাঁদের এবারের আইপিএল অভিযান শুরু করেছিল পরপর ২ ম্যাচ জিতে। কিন্তু এরপরের চারটি ম্যাচে একটি ম্য়াচে জয় পেয়েছে শিখর ধবনের দল। আগের ম্যাচে আরসিবির বিরুদ্ধে অবশ্য চোটের জন্য ধবন খেলতে পারেননি। অধিনায়কত্ব করেছিলেন স্য়াম কারান।  মিডল অর্ডারে ম্যাথু শর্ট ও লিয়াম লিভিংস্টোনের ব্য়াটের দিকে তাকিয়ে থাকবে পাঞ্জাব শিবির। বিশেষ করে লিভিংস্টোন নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এখনও। বোলিং ডিপার্টমেন্টে রোহিত শর্মাকে আটকানোর দায়িত্ব থাকবে কাগিসো রাবাডার ওপর। এই ডুয়েল কিন্তু ২২ গজে আলাদা উত্তেজনা ছড়াবে।


 এখনও পর্যন্ত আইপিএলে মোট ২৯ ম্যাচ খেলেছে ২ দল। তার মধ্যে ১৫টি ম্যাচ জিতেছে মুম্বই. অন্যদিকে ১৪ ম্যাচ জিতেছে পাঞ্জাব শিবির। 


আরও পড়ুন: কেকেআর ম্যাচের আগে বিরাট ধাক্কা ধোনিদের শিবিরে, উদ্বেগের খবর দিলেন সিএসকে কোচ