নয়াদিল্লি: পাকিস্তানের প্রাক্তন তারকা জাভেদ মিঁয়াদাদের সবচেয়ে পছন্দের ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। নিজেই এ কথা জানিয়েছেন মিঁয়াদাদ। নিজের ইউটিউব চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেছেন, ‘আমাকে প্রশ্ন করা হয়েছিল, ভারতীয় দলের সেরা ক্রিকেটার কে? আমি বিরাট কোহলিকে বেছে নিয়েছি।’


ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের প্রশংসা করে মিঁয়াদাদ আরও বলেছেন, ‘বিরাটের বিষয়ে আমাকে বেশি কিছু বলতে হবে না। ওর পারফরম্যান্সই অনেককিছু বলে দেয়। পরিসংখ্যান সবার সামনেই আছে। ফলে ওকে সেরা বলে মেনে নিতেই হবে। দক্ষিণ আফ্রিকায় দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বিরাট। অসমান উইকেটেও শতরান করেছে। ও ফাস্ট বোলারদের ভয় পায়, বাউন্সি পিচে খেলতে পারে না বা স্পিনারদের বল ভাল খেলতে পারে না, এটা বলা যাবে না। ও ক্লিন হিটার। ওর শট দেখুন, ওর ব্যাটিং দেখতে দারুণ লাগে। ওর অনেক গুণ আছে।’

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে বহু সাফল্য পেয়েছেন বিরাট। তিনি বিশ্বের সেরা ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এখনও পর্যন্ত ৮৬টি টেস্ট ম্যাচ খেলে ৭,২৪০ রান করেছেন বিরাট। তিনি ২৪৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ১১,৮৬৭ রান করেছেন। ৮২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তাঁর রান ২,৭৯৪। সম্প্রতি নিউজিল্যান্ড সফরে অবশ্য রান পাননি ভারতের অধিনায়ক।