মেলবোর্ন: বিয়ের সাত বছর পর স্ত্রী কাইলির সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মাইকেল ক্লার্ক। ২০১২ সালের মে মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুজন। দম্পতির চার বছরের এক শিশুকন্যাও রয়েছে।
ক্লার্ক ও কাইলি বুধবার যৌথ সাংবাদিক সম্মেলনে বলেন, বেশ কিছুদিন ধরে আলাদা থাকার পর আমরা দুজনই ডিভোর্স নেওয়ার মতো কঠিন সিদ্ধান্তে সহমত পোষণ করেছি। একে অপরের জন্য আমাদের প্রচণ্ড শ্রদ্ধা রয়েছে। আমরা দুজনে একসঙ্গে এই সিদ্ধান্তে পৌঁছই যে, বর্তমান পরিস্থিতিতে এটাই (ডিভোর্স) সঠিক রাস্তা। তবে, একইসঙ্গে, মেয়েকে পালন করার দায়িত্ব আমরা দুজনে মিলে ভাগ করে নেব।
সূত্রের খবর, ক্লার্ক-কাইলির ডিভোর্সের মূল্য ৪০ মিলিয়ন মার্কিন ডলারে স্থির হয়েছে। অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের দাবি, পাঁচ মাস ধরে আলাদা আলাদা থাকতেন ক্লার্ক ও কাইলি। ভৌক্লুজের বাড়ি ছেড়ে ৮ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের বন্দি বিচফ্রন্টের বাড়িতে থাকেন ক্লার্ক। জানা গিয়েছে, মেয়েকে নিয়ে ভৌক্লুজের বাড়িতে আগের মতোই থাকবেন ৩৮-বছরের কাইলি। তিনি জানিয়েছেন, শীঘ্রই স্কাই স্পোর্টস রেডিও-র বিগ স্পোর্টস ব্রেকফাস্ট শো-তে তিনি যোগ দেবেন।
অন্যদিকে, ২০১৫ সালে ক্লার্কের নেতৃত্বে একদিনের বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। সেই বছরই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। ১১৫টি টেস্টে ৮,৬৪৩ রান করেন ক্লার্ক। এছাড়া, দেশের হয়ে ২৪৫টি একদিনের ম্যাচ ও ৩৪টি টি-২০ খেলেন তিনি।
৪০ মিলিয়ন মার্কিন ডলারে স্ত্রীকে ডিভোর্স মাইকেল ক্লার্কের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Feb 2020 04:56 PM (IST)
২০১২ সালের মে মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুজন। দম্পতির চার বছরের শিশুকন্যাও রয়েছে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -