অলিম্পিকের মঞ্চে জোড়া সোনা জয় করে ইতিহাস ফেল্পস-এর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Aug 2016 03:35 AM (IST)
রিও দি জেনেইরো: একই দিনে জোড়া সোনা জিতে ইতিহাস মার্কিন সাঁতারু মাইকেল ফেল্পসের। রিওতে আবার সোনা জয় মাইকেল ফেল্পস-এর। এবার পুরুষদের ৪x২০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতলেন তিনি। প্রথমটি জিতেছিলেন ৪x১০০ মিটার ফ্রিস্টাইলে, দ্বিতীয়টি ২০০ মিটার বাটারফ্লাইয়ে। অলিম্পিক্সে ২১তম সোনা জিতলেন বিশ্ব সেরা ইউএস সাঁতারু। এটি তাঁর পঞ্চম অলিম্পিক্সের ২৫তম পদক। রিওতে এটি তাঁর তৃতীয় পদক। ২০১২-র লন্ডন অলিম্পিক্সের পর সাঁতারকে বিদায় জানিয়েছিলেন তিনি। পরবর্তী সময় দেশের বিভিন্ন মহলের অনুরোধে অবসর ভেঙ্গে আবার ফিরে আসেন সাঁতারের ট্র্যাকে। ফের স্বমহিমায় মাইকেল ফেল্পস। রিও-এ তাঁর প্রথম তিনটি ইভেন্ট থেকেই তুলে নিলেন তিনটি সোনার পদক। রেকর্ড ব্রেকের রেকর্ড গড়ার পথে ফেল্পস।