রিও-তে ভারতীয়দের খারাপ পারফরম্যান্স, আইওসি-কে তোপ মিলখার
Web Desk, ABP Ananda | 09 Aug 2016 01:16 PM (IST)
নয়াদিল্লি: চলতি রিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের খারাপ পারফরম্যান্সের জন্য ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকেই (আইওএ) দায়ী করলেন মিলখা সিং। কিংবদন্তি এই অ্যাথলিট বলেছেন, ‘অন্যান্যবারের তুলনায় এবারের অলিম্পিকে ভারতীয়দের পারফরম্যান্সের মান অনেক কমে গিয়েছে। এর আগে অলিম্পিকে আমরা ব্রোঞ্জ, রুপো তো বটেই, এমনকী সোনাও জিতেছি। কিন্তু রিও-তে এখনও পর্যন্ত আমাদের পারফরম্যান্স খুব খারাপ। আইওসি-কে এর দায় নিতে হবে।’ রিও অলিম্পিকের প্রথম তিন দিনে ভারতের ভাগ্যে একটিও পদক জোটেনি। শুটার অভিনব বিন্দ্রা আশা জাগিয়েও ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে অল্পের জন্য চতুর্থ হয়ে গিয়েছেন। ‘উড়ন্ত শিখ’ মিলখার মতে, চাপে পড়ে গিয়েই পদক হারিয়েছেন বিন্দ্রা। তিনি বেজিং অলিম্পিকে সোনা জিতেছিলেন। জানতেন গোটা দেশ পদকের জন্য তাঁর দিকে তাকিয়ে আছে। সেই চাপের মুখেই ভুল করে ফেলেছেন এই শুটার। ভারতের প্রথম মহিলা জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকের যোগ্যতা অর্জন করে ভল্ট বিভাগের ফাইনালেও পৌঁছে গিয়েছেন দীপা কর্মকার। ত্রিপুরার এই জিমন্যাস্টের প্রশংসা করেছেন মিলখা। তবে সার্বিকভাবে ভারতীয়দের পারফরম্যান্সে হতাশ মিলখার দাবি, অলিম্পিক শেষ হওয়ার পরেই বৈঠক ডাকুক আইওএ। ক্রীড়া মন্ত্রকের প্রতিনিধি, বিভিন্ন ক্রীড়া সংস্থার সভাপতিদের নিয়ে পরবর্তী অলিম্পিকে পদক জয়ের পরিকল্পনা তৈরি করা হোক।