আই লিগ জিতল মিনার্ভাই, তিন ও চার নম্বরে মোহনবাগান ও ইস্টবেঙ্গল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Mar 2018 05:52 PM (IST)
NEXT
PREV
কলকাতা: মোহনবাগান, ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে আই লিগের খেতাব জিতল পঞ্জাবের মিনার্ভা ফুটবল ক্লাব। টানটান উত্তেজনার শেষ রাউন্ডে চার্চিল ব্রাদার্সকে ১-০ গোলে হারিয়ে খেতাব জিতে নিল পঞ্জাবের দলটি। ১৮ ম্যাচ শেষে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে শেষ করে মিনার্ভা। শেষ ম্যাচে কেরলের গোকুলম এফসি-র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে মোহনবাগান। ১৮ ম্যাচের পর ৩১ পয়েন্ট নিয়ে সবুজ মেরুণ শেষ করে তিন নম্বরে । ইস্টবেঙ্গল-নেরোকা ম্যাচও শেষ হয় ১-১ গোলে। লাল হলুদ ৩১ পয়েন্ট পেলেও গোলপার্থক্যে চার নম্বরে আই লিগ শেষ করেছে খালিদ জামিলের দল। নেরোকা ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -