নয়াদিল্লি: সোমবারই (২৫ জুলাই) সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অলিম্পিক্স জয়ী লভলিনা বড়গোঁহাই (Lovlina Borgohain) এক গুরুতর অভিযোগ করেন। তিনি জানান রাজনীতির শিকার হতে হচ্ছে তাকে। অলিম্পিক্সে যে সকল কোচেদের সঙ্গে অনুশীলন করে তিনি পদক এনে দিয়েছিলেন, তাদেরকে নাকি লভলিনাকে প্রশিক্ষণই দিতে দেওয়া হচ্ছে না।


লভলিনার অভিযোগ


আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে কমনওয়েলথ গেমস (Commonwealth Games)। এই টুর্নামেন্টে অসমের বক্সার লভলিনা ভারতের পদক জয়ের অন্যতম বড় দাবিদার। তবে লভলিনা দাবি করেছেন বারবার কোচ বদল করে তার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটানো হচ্ছে। তার এক কোচকে কমনওয়েলথের 'গেমস ভিলজ'-এ প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, তো আরেকজনকে দেশেই ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। এর জেরে সম্পূর্ণরূপে থমকে গিয়েছে তার কমনওয়েলথের প্রস্তুতি।


শুরু সমস্যা সমাধানের প্রক্রিয়া


তারকা বক্সারের এহেন মন্তব্যের পরেই নড়চড়ে বসেছে প্রশাসন। অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজে লভলিনার এই সমস্যা দূর করতে তৎপর এবং তিনি নিজেই এই বিষয়টি দেখছেন। এমনটাই জানিয়েছেন অসমের অলিম্পিক্স কমিটির সাধারন সম্পাদক লক্ষ্য কোনওয়ার (Lakshya Konwar)। তিনি আরও জানান, 'ভারতের ক্রীড়া ও যুবকল্যান মন্ত্রক এই বিষয়টি নিয়ে কমনওয়েলথ ফেডারেশনের সঙ্গে কথোপকথন চালাচ্ছে। আশা করছি শীঘ্রই এই সমস্যাটির সম্ভাব্য সমাধান পাওয়া যাবে।'


এই আশ্বাসের পর কত দ্রুত সমস্যার সমাধান হয়, এখন সেটাই দেখার বিষয়। প্রসঙ্গত, ২৮ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের কমনওয়েলথ গেমস, চলবে ৮ অগাস্ট পর্যন্ত। ইংল্যান্ডের বার্মিংহ্যামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় এবার ২০০-র অধিক ভারতীয় অ্যাথলিট অংশগ্রহণ করছেন। তাই আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে এবারে ভারতীয় অ্যাথলিটরা পদক জয়ের নতুন ইতিহাস গড়বেন, এমনটাই আশা করছেন সকলে।


আরও পড়ুন: কমনওয়েলথ গেমস শুরুর আগেই বন্ধ লভলিনার অনুশীলন, কিন্তু কেন?