কলকাতা: '৭২ ঘণ্টা ধরে মুখ বন্ধ রেখেছিলেন মুখ্যমন্ত্রী (CM)। আজ পার্থকে (partha chatterjee) ঝেড়ে ফেলার চেষ্টা করেছেন।'চাঁচাছোলা ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamat banerjee) আক্রমণ তাঁরই প্রাক্তন সতীর্থ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (subhendu adhikari)। এসএসসি (SSC scam) নিয়োগ দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রীর প্রথম প্রতিক্রিয়ার (reaction) জবাবে শুভেন্দুর বক্তব্য,‘এসএসসি,টেট-- সব দুর্নীতির পক্ষেই বক্তব্য রেখেছেন উনি।’ 


বিরোধী দলনেতার কথায়...


রাজ্য রাজনীতিতে তৃণমূলনেত্রীর দীর্ঘদিনের ছায়াসঙ্গী বলে পরিচিত পার্থ চট্টোপাধ্যায় শনিবার গ্রেফতার হয়েছেন। সে নিয়ে আজ বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা মঞ্চে প্রথম মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সরকারি অনুষ্ঠানে এমন প্রসঙ্গে মন্তব্য নিয়ে আপত্তি রয়েছে বিরোধী দলনেতার। শুভেন্দু বলেন,‘মমতা সরকারি অনুষ্ঠানের সীমাবদ্ধতা মানেন না। সম্মান প্রদানের অনুষ্ঠানের গরিমা নষ্ট করেছেন তিনি।’ ধৃত অর্পিতাকে নিয়েও মুখ্যমন্ত্রীর তীক্ষ্ণ সমালোচনা করেন বিজেপি নেতা। মুখ্য়মন্ত্রী যে বলেছেন ওঁর সঙ্গে তৃণমূলের সম্পর্ক নেই, তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। তাঁর কথায়, ‘মুখ্যমন্ত্রীর সঙ্গে দুর্গাপুজোর মঞ্চ ভাগ করে নিয়েছিলেন অর্পিতা। মধ্যমগ্রামে রথীন ঘোষের প্রচারে অংশও নিয়েছিলেন।’ অর্পিতার কথা বলতে গিয়ে সেই ভিডিও-র প্রসঙ্গও তোলেন বিরোধী দলনেতা। তাঁর দাবি,‘তাতেই দেখা গিয়েছিল আপনি তাঁকে বলছেন, উনি ওড়িয়া সিনেমায় কাজ করেছেন। মানুষ দেখছে,সত্য আড়াল করা যায় না।'


পুরনো অভিযোগ...


দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সারদা-রোজভ্যালির কথাও আসে শুভেন্দুর সমালোচনায়। বলেন,‘মুখ্যমন্ত্রীর আঁকা ছবি সারদার টাকায় কেনা হয়েছে। মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে সারদা-রোজভ্যালি অনেক টাকা দিয়েছে।’ গৌতম কুণ্ডু, সুদীপ্ত সেন, ডেলোর কথাতুলে আক্রমণ শানান তিনি। তাঁর মতে, বাংলা দুর্নীতিতে নিমজ্জিত। প্রশাসন বলে কিছু নেই। 


ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী...


বিরোধী দলনেতার অভিযোগ, এদিন মুখ্যমন্ত্রী যা বলেছেন তা থেকে একটা বিষয় স্পষ্ট। তিনি ভয় পেয়েছেন। এর পর যে মাথা উঁচু করে বাংলার মানুষের সামনে যাওয়ার অবস্থা থাকবে না সেটা ভেবেই ভয়, কটাক্ষ শুভেন্দুর। সঙ্গে অভিযোগ, বঞ্চিত চাকরিপ্রার্থীদের বিজেপি-সিপিএমের ক্যাডার বলে তাঁদের আন্দোলনকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে 'ত্রাসের রাজত্ব' কায়েম করেছেন। তবে বিজেপি নেতার কথায়, আর একটু অপেক্ষা। বললেন,'দেখতে পাবেন কোথাকার জল কোথায় গড়ায় আর কোথায় গিয়ে থামে।' 


আরও পড়ুন:ওষুধ থেকে ওজন, স্পেশাল কেবিনে পার্থ চট্টোপাধ্য়ায়ের স্বাস্থ্যের খুঁটিনাটি খোঁজ এইমসের চিকিৎসকদের