নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী বক্সার লভলিনা বড়গোঁহাই (Lovlina Borgohain), এবারে কমনওয়েলথ গেমসও (Commonwealth Games) ভারতের পদকজয়ের অন্যতম সেরা বাজি। সেই লভলিনাই কিন্তু চূড়ান্ত হয়রানির শিকার। ক্ষোভে, অভিমানে ফেটে পড়লেন তারকা বক্সার। স্পষ্ট জানিয়ে দিলেন তার প্রস্তুতি ব্যাহত হচ্ছে।


গুরুতর অভিযোগ


কমনওয়েলথ শুরু হতে আর হাতে গোনা কয়েকদিন বাকি। তার আগেই সোমবার (২৫ জুলাই) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গুরুতর অভিযোগ আনলেন অসমের বক্সার। তার দাবি বারংবার তার কোচ বদল করে তার প্রস্তুতিতে ব্য়াঘাত ঘটানো হচ্ছে। এমনকী তার দুই কোচের একজনকে কমনওয়েলথ 'ভিলেজ'-এর ভেতরের প্রবেশের অধিকার দেওয়া হয়নি, আর আরেকজনকে তো ভারতে ফেরতই পাঠিয়ে দেওয়া হয়েছে।


লভলিনা নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বারবার আমার কোচ, যারা আমায় অলিম্পিক্সে পদক জিততে সাহায্য করেছেন, তাদের সরিয়ে দিয়ে আমার (কমনওয়েলথের) প্রস্তুতিতে ব্যাঘাত ঘটানো হচ্ছে। আমার অনুশীলনে অনেক সমস্যা হচ্ছে এবং মানসিক হয়রানি তো হচ্ছেই। আমার কোচ সন্ধ্যা গুরুংজি কমনওয়েলথ ভিলেজের বাইরে রয়েছেন এবং ওনাকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এর জেরে কমনওয়েলথ গেমসের আট দিন আগে আমার অনুশীলন বন্ধ হয়ে গিয়েছে। আরেক কোচকে তো ভারতই ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার অনেক অনুরোধের পরেও এই ঘটনাটি ঘটছে।'


 






দৃঢ় প্রতিজ্ঞ লভলিনা


হয়রানির জেরে দিশেহারা অবস্থা লভলিনার। তিনি যে ঠিক করে মন দিয়ে অনুশীলনটাই করতে পারছেন না, সেকথা বলতে বিন্দুমাত্রও দ্বিধা করেননি। পাশাপাশি তার বিরুদ্ধে ইচ্ছা করে 'পলিটিক্স' করা হচ্ছে বলেও অভিযোগ লভলিনার। 'এইসব কারণের জন্যই আমার গত বিশ্ব চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্সও খারাপ হয়েছিল। এইসব পলিটিক্সের জেরে আমি নিজের কমনওয়েলথ গেমসের পারফরম্যান্স খারাপ করতে চাই না। আশি করছি এইসব পলিটিক্সের জাল ভেঙে আমি আমার দেশের জন্য পদক আনতে সক্ষম হব। জয় হিন্দ।' লেখেন লভলিনা।


স্পষ্টভাবে কারুর নাম না উল্লেখ করলেও, লভলিনার অভিযোগ যে ঠিক কাদের বিরুদ্ধে, তা বুঝতে কারুরই খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। প্রশ্ন হল দেশের শীর্ষস্তরের অ্যাথলিটদের যদি এমন হেনস্থার শিকার হতে হয়, তাও এত বড় টুর্নামেন্টের আগে, তাহলেও কি আদৌ তার জন্য নিজের একাগ্রতা বজায় রেখে পদক জেতা সম্ভব? 


আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে দেশকে পদকের স্বপ্ন দেখাচ্ছেন নিখাত, লভলিনা