সুদীপ চক্রবর্তী, ইসলামপুর: ভ্যাকসিনের লাইনে দাঁড়িয়ে হুড়োহুড়িতে সংঘর্ষ। ইটের আঘাতে নজরুল ইসলাম নামের এক ব্যক্তির মাথা ফাটল। ঘটনাটি ঘটেছে ইসলামপুরে। ইসলামপুর ব্লকের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা। জানা গিয়েছে, এদিন সকাল থেকেই ইসলামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রামগঞ্জে ভ্যাকসিনের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন প্রচুর মানুষ। ৪০০ জনের ভ্যাকসিন দেওয়ার কথা থাকলেও প্রায় ১০০০ জন  লাইনে দাঁড়িয়ে পড়েন। কে আগে থাকবেন লাইনে তা নিয়েই প্রথমে বচসা বাঁধে। এরপরই পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে। হাতাহাতি থেকে শুরু করে তা এরপর নিজেদের মধ্যে ইটবৃষ্টি শুরু হয়। 


ইটের ঘায়ে লাইনে দাঁড়িয়ে থাকা নজরুল ইসলাম নামে এক ব্যক্তির মাথা ফাটে। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসা করানো হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে  ছুটে আসে ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রামগঞ্জ বিএমওএইচ মহঃ মেহেফুজ জানান, যারা ভ্যাকসিন নিতে এসেছিল তারাই নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়েছেন। ৪০০ মানুষকে ভ্যাকসিন দেবার কথা থাকলেও এক হাজার মানুষ ভ্যাকসিন নিতে লাইনে দাঁড়িয়ে পড়েছিল। আগে যাবার জন্য শুরু হয় হুড়োহুড়ি। তাতেই নিজেরাই ইট,পাথর ছুড়তে থাকেন। ইটের আঘাতে একজনের মাথা ফাটে। তবে এই ঘটনায় কোনও স্বাস্থ্যকর্মী আঘাতপ্রাপ্ত হননি। তবে কেন এইধরনের ঘটনা হল তা খতিয়ে দেখা হচ্ছে। 


এদিকে রাজ্যজুড়ে ভ্যাকসিনের আকাল চলছেই। কলকাতা শহর সহ রাজ্য জুড়ে কোভিড ভ্যাকসিন নিয়ে হয়রানির অভিযোগ উঠছে। বিভিন্ন ভ্যাকসিনেশন সেন্টারে অব্যবস্থার অভিযোগ তুলছেন ভ্যাকসিন গ্রহীতারা। রাজ্যে কোভ্যাকসিনের যোগান খুবই কম। সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়ার মতো পর্যাপ্ত কোভ্যাকসিনও মজুত নেই রাজ্যে। সামান্য কিছু সরকারি ভ্যাকসিনেশন সেন্টারে কোভ্যাকসিন দেওয়া হচ্ছে। দ্বিতীয় ডোজের কোভ্যাকসিন নেওয়ার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে অনেকের। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়েও তাঁরা ভ্যাকসিন পাচ্ছেন না। স্বাভাবিকভাবেই চিন্তায় রয়েছেন কোভ্যাকসিন গ্রহীতারা।