বার্মিংহ্যাম: ইংল্যান্ডের বিরুদ্ধে আজ থেকে শুরু হতে চলা তৃতীয় টেস্টে উপরের দিকের ব্যাটসম্যানদের কাছ থেকে বড় রান চাইছেন পাকিস্তানের অধিনায়ক মিসবা উল হক। তিনি বলেছেন, ‘আমাদের ব্যাটিংয়ে অনেক উন্নতি করতে হবে। ২০, ৩০ বা ৪০ রান করেই থেমে গেলে চলবে না। বড় রান করতে হবে।’
লর্ডসে সিরিজের প্রথম টেস্টে ৭৫ রানে জিতলেও, ওল্ড ট্র্যাফোর্ডে ৩৩০ রানে হেরে গিয়েছে পাকিস্তান। দুই ওপেনার মহম্মদ হাফিজ ও শান মাসুদ চলতি সিরিজে বড় রান করতে পারছেন না। ফলে মিডল অর্ডারের উপর চাপ বাড়ছে। সেই কারণেই টপ অর্ডারের কাছ থেকে বড় রান চাইছেন পাক অধিনায়ক।
ইংল্যান্ডের উপর চাপ তৈরি করতে গেলে অধিনায়ক অ্যালেস্টার কুক ও জো রুটকে দ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠানোর উপায় খুঁজে বার করতে হবে। এই দুই ব্যাটসম্যানই ওল্ড ট্র্যাফোর্ডে শতরান করেছিলেন। তাঁদের ইংল্যান্ড দলের ব্যাটিংয়ের মূল স্তম্ভ বলে অভিহিত করেছেন মিসবা। তিনি কুক ও রুটকে আউট করার উপায় খুঁজছেন।
এই টেস্টে পাকিস্তান দলে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মাসুদ বাদ পড়তে পারেন। সেক্ষেত্রে তাঁর বদলে দলে ঢুকবেন নবাগত সামি আসলাম। হাফিজের সঙ্গে ওপেন করবেন আজহার আলি। বোলিংয়েও বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁ হাতি পেসার ওয়াহাব রিয়াজের বদল প্রথম একাদশে আসতে পারেন ডান হাতি পেসার সোহেল খান।
ঘরের মাঠে ৫০০ তম টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড। তার আগে দলে একটি বদল করতে বাধ্য হয়েছেন কুক। ওল্ড ট্র্যাফোর্ডে বল করতে গিয়ে চোট পাওয়া বেন স্টোকসের জায়গায় দলে ঢুকছেন পেসার স্টিভেন ফিন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
তৃতীয় টেস্টে টপ অর্ডারে বড় রান চাইছেন মিসবা
Web Desk, ABP Ananda
Updated at:
03 Aug 2016 07:46 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -