নয়াদিল্লি: এক ক্রিকেটভক্তকে দেশ ছেড়ে চলে যেতে বলায় সমালোচনার মুখে পড়া বিরাট কোহলির পাশে দাঁড়ালেন প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ। তিনি ট্যুইট করে বলেছেন, ‘অন্যায়ভাবে কোহলিকে আক্রমণ করা হচ্ছে। কিছু লোকের অ্যাজেন্ডা অনুসারে কীভাবে মন্তব্যের অপব্যাখ্যা করা হয়, সেটা এই ঘটনায় দেখা যাচ্ছে। ও (কোহলি) অতীতে প্রকাশ্যে সারা বিশ্বের ক্রীড়াবিদদের প্রশংসা করেছে। একটি নির্দিষ্ট বিষয়ে ও এই মন্তব্য করেছে। কিন্তু কিছু লোক অহেতুক আক্রমণ করতে ভালবাসে।’
এক ক্রিকেটপ্রেমী ভারতীয় ক্রিকেটারদের বদলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ানদের ব্যাটিং দেখতে বেশি পছন্দ করেন বলায় তাঁকে দেশ ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দেন কোহলি। এরপরেই দেশজুড়ে তাঁর সমালোচনা শুরু হয়েছে। বিসিসিআই কর্তারাও কোহলির এই মন্তব্যে অখুশি। ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও ট্যুইট করে বলেছেন, বিখ্যাত লোকেদের বিতর্ক থেকে দূরে থাকা উচিত। তবে এই বিতর্কে প্রাক্তন তারকা কাইফকে পাশে পেয়ে গেলেন কোহলি।