জিম করতে গিয়ে মিচেল জনসনের মাথায় গভীর চোট, চিন্তা বাড়াল কলকাতা নাইট রাইডার্সের
জনসন অস্ট্রেলিয়ার হয়ে ৭৩ টেস্ট এবং ১৫৩ একদিনের ম্যাচ খেলেছেন। টেস্টে ৩১৩ এবং একদিনের ক্রিকেটে ২৩৯ উইকেট রয়েছে তাঁর দখলে।
নাইট রাইডার্স ইতিমধ্যেই ক্রিস লিন ও অ্যান্দ্রে রাসেলের চোট নিয়ে উদ্বেগে রয়েছে।
এবারের আইপিএলের নিলামে জনসনকে ২ কোটি টাকা দামে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। নিলামের প্রথম রাউন্ডে অবিক্রিত থাকার পর তাঁকে দলে নেয় নাইট রাইডার্স। আগামী ৭ এপ্রিল থেকে আইপিএল শুরু হচ্ছে। জনসনের আঘাতের প্রভাব ততদিনে থাকবে না বলেই আশা করতে পারে নাইট শিবির।
এরপর অবশ্য, আরও একটি ছবি পোস্ট করে জনসন জানিয়েছেন, আঘাত অনেকটাই সেরেছে।
রক্তপাত বন্ধ করতে জনসনের মাথায় ১৬ টি সেলাই করতে হয়।
জনসন দ্বিতীয় যে ছবিটি পোস্ট করেছেন, তাতে আঘাত কতটা মারাত্মক তা দেখা গিয়েছে।
মাথার গভীর ক্ষতর ছবি ৩৬ বছরের বোলার ইন্সটাগ্রামে পোস্ট করেছেন জনসন। ক্যাপশনে লিখেছেন, যদি কাটাছেঁড়া ও রক্ত দেখতে না পারেন, তাহলে এই ছবিগুলি দেখবেন না।
মাঠে বিধ্বংসী স্পেলের জন্যই পরিচিত বাঁহাতি জনসন। কিন্তু জিমে চিন-আপ বারে আঘাত লেগে মাথা ফাটল তাঁর।
জিমে গা-ঘামাতে গিয়ে যে এমন কিছু হতে পারে, তা সম্ভবত দুঃস্বপ্নেও ভাবেননি অস্ট্রেলিয়ার প্রাক্তন পেস বোলার মিচেল জনসন। জিম করতে গিয়ে রক্ত ঝরল তাঁর।