সিডনি: ফের কি আইপিএলে দেখা যাবে মিচেল স্টার্ককে? সম্ভাবনা অন্তত তেমনই। ২০১৫ সালে শেষবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে আইপিএলের মঞ্চে দেখা গিয়েছিল এই তারকা অজি পেসারকে। এর মধ্যে ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্স (kolkata knight riders) দলে নিয়েছিল তাঁকে। কিন্তু চোটের কারণের ছিটকে গিয়েছিলেন। কিন্তু এবার আসন্ন আইপিএলে নিজের নাম ফের নিলামে তোলার কথা ভাবছেন স্টার্ক। চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেই কথা মাথায় রেখেই তার প্রস্তুতিতে আইপিএলে নামতে চান ৩১ বছরের এই পেসার।
এই মুহূর্তে অ্যাশেজ খেলতে ব্যস্ত স্টার্ক। এক সাক্ষাৎকারে অজি পেসার বলেন, ''আমার কাছে এখনও (আইপিএল নিলামে) নাম নথিভুক্ত করার জন্য দুই দিন সময় রয়েছে। আমি এখনও নাম না লেখালেও সেই নিয়ে এই দুই দিন ভাবনাচিন্তা করে, সিদ্ধান্ত নেওয়ার সময় রয়েছে। অদূর ভবিষ্যতে যেমনই সূচি থাকুক না কেন, এই নিয়ে আমি চিন্তা করছি। আমি প্রায় ছয় বছর আইপিএল খেলিনি। যেহেতু টি-টোয়েন্টির ঠাসা মরসুম রয়েছে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপও বছরের শেষ দিকে খেলা হবে, তাই এই বিষয়ে ভাবনাচিন্তা করা উচিত বলেই আমার মনে হয়।'' উল্লেখ্য, আইপিএলে আরসিবির হয়ে ২৭ ম্যাচ খেলেছেন স্টার্ক।
এদিকে, আইপিএলের (IPL) নিলাম কবে, জানিয়ে দিলেন টুর্নামেন্টের চেয়ারম্যান ব্রিজেশ পটেল। সংবাদসংস্থা এএনআইকে তিনি জানালেন, আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসবে আইপিএলের ক্রিকেটার নিলামের আসর। সেই সঙ্গে তিনি এ-ও জানিয়েছেন যে, লখনউ ও আমদাবাদ ফ্র্যাঞ্চাইজিকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। দুই দলকেই ড্রাফট চূড়ান্ত করে ফেলার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
এদিকে, চিনা মোবাইল ফোন সংস্থা ভিভোর বদলে আইপিএল-এর নতুন স্পনসর হচ্ছে ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা। আজ আইপিএল-এর গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছর থেকেই আইপিএল-এর স্পনসর হচ্ছে টাটা।