রাঁচি: চোটের জন্য ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের বাকি দুটি টেস্টে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল স্টার্ক। এই বাঁ হাতি পেসার ও ব্যাটসম্যানের ডান পায়ে চোট। সেই কারণেই তিনি রাঁচি ও ধর্মশালায় তৃতীয় ও চতুর্থ টেস্টে খেলতে পারবেন না। ফলে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া।

কাঁধের চোটের জন্য অস্ট্রেলিয়ার অপর এক অলরাউন্ডার মিচেল মার্শ ইতিমধ্যেই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। এবার স্টার্কও ছিটকে গেলেন। তিনি প্রথম দুটি টেস্টে ব্যাটে-বলে ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন। ফলে শেষ দুটি টেস্টে এই অলরাউন্ডারের অভাব অনুভব করবে অস্ট্রেলিয়া।

স্টার্কের চোট প্রসঙ্গে অস্ট্রেলিয়া দলের ফিজিওথেরাপিস্ট ডেভিড বিকলে বলেছেন, বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট চলাকালীন ডান পায়ে ব্যথা অনুভব করেন স্টার্ক। তাঁর সেই চোট এখনও সারেনি। স্ক্যান করে দেখা গিয়েছে, তাঁর পায়ে চিড় ধরেছে। সেই কারণেই রিহ্যাবের জন্য দেশে ফিরে যাচ্ছেন স্টার্ক।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় নির্বাচকরা স্টার্কের বদলি বেছে নেবেন। রিজার্ভে থাকা জ্যাকসন বার্ড দলে আসতে পারেন।