বার্মিংহাম: এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বিশ্ব রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার স্পিডস্টার মিচেল স্টার্ক। চলতি বিশ্বকাপে মোট ২৭টি উইকেট হয়ে গেল এই বাঁ হাতি ফাস্ট বোলারের। যা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল অজি কিংবদন্তী গ্লেন ম্যাকগ্রার দখলে। ২০০৭ বিশ্বকাপে ২৬টি উইকেট পেয়েছিলেন তিনি। এক যুগ পর ম্যাকগ্রার সেই রেকর্ড ভেঙে নতুন মাইলস্টোন গড়লেন তাঁরই উত্তরসূরী মিচেল স্টার্ক।


এজবাস্টনে ব্রিটিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে লেগ বিফোর দ্য উইকেট করে এই রেকর্ড করলেন তিনি। চলতি বিশ্বকাপে উইকেট শিকারিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের তারকা বোলার মুস্তাফিজুর রহমান (২০)। তিন নম্বরে জায়গা করে নিয়েছেন ব্রিটিশ তারকা জোফ্রা আর্চার (১৯)। ১৮টি উইকেট নিয়ে এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভারতীয় তারকা জশপ্রীত বুমরাহ।





প্রসঙ্গত, বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে গ্লেন ম্যাকগ্রার দখলেই। মোট ৩৯টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহে রয়েছে ৭১টি উইকেট। সেরা পারফর্ম্যান্স ১৫ রানে ৭ উইকেট। তারপরই রয়েছেন স্পিনের জাদুকর মুথাইয়া মুরলিধরন (৬৮)।